X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

একজনকে আহত করেছে এক হাজার শ্রমিক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১৮:৫০আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৯:৩২

একজনকে আহত করেছে এক হাজার শ্রমিক! রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের সময় সংঘর্ষে আহত  হন কিশোর সুজন (১২)।মাথা ও ডান হাতে জখমের ঘটনায় তার মা দারুসসালাম থানায় এক হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছেন। একই সঙ্গে ধর্মঘটকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে পুলিশ বাদী হয়ে আরও দুটি মামলা করেছে। তিনটি মামলায় মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে এ তিনটি মামলা দায়ের করা হয়। তিনটি মামলার মধ্যে একটি মামলার বাদী মোহাম্মদপুরের বাসিন্দা ফেরদৌসি।  মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, ২৮ ফেব্রুয়ারি তার ছেলে সুজন কাজের জন্য গাবতলী যায়। কিন্তু রাতে বাসায় না ফেরায় তিনি গাবতলী গিয়ে জানত পারেন, রাত দেড়টার দিকে এক হাজার শ্রমিক বেআইনিভাবে দলবদ্ধ হয়ে লোহার রড, ইট, লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এতে সুজনের মাথা ও ডান হাতে মারাত্বকভাবে জখম হয়।

এছাড়া শ্রমিকরা সুজনের শরীরের বিভিন্নস্থানে আঘাত করে আহত করেছেন। আহত ছেলেকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করান বলে এজাহারে উল্লেখ করেন বাদী ফেরদৌসি।

দারুসসালাম থানা সূত্রে জানা গেছে, পুলিশ বাদী হয়ে করা দুটি মামলার মধ্যে একটি পেনাল কোডে ও অপরটি বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে। মোট তিনটি মামলায় তাজুল ইসলাম, আবুল হাসেম, সামছুল আলম, আহম্মেদ আলী, আব্দুল সাত্তার, নসু, আবুল বাশার, কালাম মুন্সি, জুল জালাল, হাজী সুলতান, নাসির উদ্দিন, লোকমান ফরাজী, কামাল, জামাল, শাহ আলমসহ ৪৬ জনের নাম উল্লেখ করা হয়।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাবতলীতে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। দুই মামলায় পুলিশ বাদী ও অপর  মামলাটি একজন ভুক্তভোগীর মা দায়ের করেছেন।

উল্লেখ্য, মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় এক বাস চালকের যাবজ্জীবন সাজা হওয়ায় ২৬ ফেব্রুয়ারি থেকে খুলনা বিভাগের দশ জেলায় পরিবহন ধর্মঘট চলছিল। অন্যদিকে সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে আদালত ২৭ ফেব্রুয়ারি চালকের ফাঁসির দণ্ড দিলে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য  ধর্মঘট   শুরু করেন পরিবহন শ্রমিকরা।

ধর্মঘটের উত্তাপ ছড়িয়ে পড়ে রাজধানীর গাবতলীতে। অশান্ত হয়ে ওঠে পুরো এলাকা। শুরু হয় ভাঙচুর-অগ্নিসংযোগ। আগুনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্স ও একটি রেকার। শেষ রাতে কিছুটা শান্ত থাকলেও বুধবার সকাল থেকে আবারও তাণ্ডব চালায় পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও বুলেট ছুড়ে। এসময় শাহীনুর নামের এক শ্রমিক নিহত হন । পরবর্তীতে বুধবার দুপুরে শ্রমিক নেতা ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের আহ্বানে ধর্মঘট ছেড়ে কাজে ফিরে যান পরিবহন শ্রমিকরা।

আরজে/এনএল/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?