X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পারিবারিক কোন্দলে গারো মা-মেয়ে খুন?

আমানুর রহমান রনি
২১ মার্চ ২০১৮, ০১:৫১আপডেট : ২১ মার্চ ২০১৮, ০৮:৪৮

ঘটনাস্থলে উৎসুক জনতা রাজধানীর গুলশানের কালাচাঁদপুরের গারো সম্প্রদায়ের মা ও মেয়ের খুনের সঙ্গে স্বজনদের কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পারিবারিক কোন্দলের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও তারা সন্দেহ করছে। ইতোমধ্যে বাড়িটির ফটকে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

মঙ্গলবার (২০ মার্চ) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোন এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত দুজন হলেন বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরান (৪২)।
সন্ধ্যার পর গুলশান থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নিহত দুজনের মধ্যে সুজাতকে খাটের ওপর গলাকাটা অবস্থায় পাওয়া যায়। আর সুজাতের মা বেসেথ চিরানকে পাওয়া যায় খাটের নিচে। বেসেথকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
পরিবারের বরাত দিয়ে গুলশান থানা পুলিশ জানায়, সুজাতের বোনের ছেলে সঞ্জিত ও তার বন্ধুরা এই জোড়া খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পারিবারিক কারণে তাদের দুজনকে খুন করা হতে পারে। তবে এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলছে না পুলিশ।
নিহত দুজনের লাশ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে সিআইডি’র ক্রাইম সিন আলামত সংগ্রহ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বেসেথ তার মেয়ে সুজাতের সঙ্গে ওই বাসায় থাকতেন। সুজাতের স্বামীর নাম আশীষ মানকিন। সুজাতের তিন মেয়ে মায়াবী চিরান, মাধবী চিরান ও সুরভী চিরান। তাদের মধ্যে মায়াবীর বিয়ে হয়েছে। তার স্বামীর নাম পেলেস্তা। তারা সবাই কালাচাঁদপুরের ক- ৫৮/২ নম্বর বাসার চতুর্থ তলায় থাকতেন। ঘটনার সময় সুজাত ও তার মা বেসেথ ছাড়া বাসায় কেউ ছিলেন না।

পুলিশ আরও জানায়, দুপুরে সঞ্জিত দুই-তিন জন বন্ধু নিয়ে বাসায় এসেছিল। তখন সুজাতের দুই মেয়ে বাসায় ছিল। দুপুরের পর তারা কাজে যাওয়ার সময় সঞ্জিত ও তার বন্ধুরা বাসায় ছিল। ধারণা করা হচ্ছে তারাই দুজনকে হত্যা করে পালিয়ে গেছে। ওই বাসার মূল ফটকে একটি সিসি ক্যামেরা রয়েছে। পুলিশ সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ওই ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে।


গুলশান থানা পুলিশের একটি সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুজাতের মেয়ে মায়াবীর স্বামী পেলেস্তা বাসায় ফিরে দেখেন ঘরের দরজা বাইরে থেকে লাগানো। ছিটকিনি খুলে ঘরে ঢুকে তার শ্বাশুড়ি সুজাতের গলাকাটা লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তখন তারা কেউ জানেন না খাটের নিচে সুজাতের মা বেসেথের লাশ রয়েছে। এক ঘণ্টা পর তারা খাটের নিচে বেসেথের লাশ পান। সুজাতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আর বেসেথকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




পুলিশের গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, পুলিশ দুজনের লাশ পেয়েছে। তাদের দুজনকেই হত্যা করা হয়েছে। তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে বলা যাবে এর পেছনের কারণ কী এবং কারা হত্যা করেছে।
এদিকে আশেপাশের একাধিক প্রতিবেশী জানান, ওই বাসায় কয়েকদিন ধরেই খুব উচ্চ স্বরে ঝগড়া হতো। তবে কী কারণে ঝগড়া, তারা জানাতে পারেননি।

আরও পড়ুন:
গুলশানে নিজ বাসায় গারো মা-মেয়ে খুন

 

 

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা