X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চোখের পলকেই বিচ্ছিন্ন হয়ে যায় রাসেলের পা

শেখ জাহাঙ্গীর আলম
২৮ এপ্রিল ২০১৮, ২৩:৩৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ০১:৪৯

হাসপাতালে আহত রাসেল ‘চোখের পলকেই ছেলেটার (রাসেল) পা ছিঁড়ে গেল। বাসচালক একটা অমানুষ। ও যদি মানুষ হতো, তবে বাস থামিয়ে কথা বলতো; ওর গায়ের ওপর তুলে দিত না। ছেলেটা বারবার বাসচালককে অনুরোধ করে বলছিল, বাস থেকে নামেন, ঝামেলা সমাধান করেন। কিন্তু বাসচালক ছেলেটার কোনও কথা না শুনেই চাপা দিয়ে চলে যায়।’

দুঃখ করে বাংলা ট্রিবিউনের কাছে কথাগুলো বলছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী নুর হোসেন সোহাগ।

শনিবার (২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব-১৪-২৭৮৬) চাকায় পিষ্ট হয়ে রাসেল (২৫) নামের এক প্রাইভেটকার চালকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

নুর হোসেন সোহাগ বলেন, ‘দেখলাম বাসচালকের সঙ্গে ছেলেটা (রাসেল) কথা বলছে। এর মধ্যেই চোখের পলকে সে গাড়ির নিচে পড়ে যায় এবং তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। দেখে আমি দৌড়ে যাই, ওইখানে থাকা আরও কয়েকজন দৌড়ে আসেন। তারা ছেলেটাকে উদ্ধার করায় ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি বাসটি ধরতে চেষ্টা করি।’ 

গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল; পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।

ওই বাসটিকে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আটকাতে সক্ষম হন মাশরুর ও সোহাগ নামের দুই তরুণ।

পরে তাদের সহায়তায় বাস ও এর চালক কবির হোসেনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। আহত রাসেলের গ্রামের বাড়ি গাইবান্ধায়। ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় থাকেন তিনি। তার বাবার নাম শফিকুল ইসলাম।

অ্যাপোলো হাসপাতালে রাতে গুরুতর আহত রাসেলের অস্ত্রোপচার হয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন রাসেলের সঙ্গে থাকা এপিআর এনার্জি কোম্পানির সিকিউরিটি বিভাগের ক্লোজ প্রোটেকশন অফিসার মো. আরিফ হোসেন। তিনি জানান, এখন পর্যন্ত গ্রিন লাইন পরিবহনের মালিক আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি।

তিনি বলেন, সাগর রেন্ট-এ কার প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালান রাসেল। শনিবার কেরানীগঞ্জে এপিআর এনার্জি বিদ্যুৎ প্রজেক্টের সাইট থেকে ফেরার সময় যাত্রাবাড়ীতে গ্রিন লাইনের বাসটি তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। পরে গাড়ি থামিয়ে বাসের পাশে গিয়ে বাসচালককে নামতে বলেন রাসেল। কিন্তু চালক তা না করে বাস চালানো শুরু করেন। তখন রাসেল সরতে গেলে ফ্লাইওভারের রেলিংয়ে আটকে পড়েন। সেখানে বাসচাপায় তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে নুর হোসেন সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ধোলাইপাড় ঢালে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার মুখে এই ঘটনা ঘটে। আমি তখন পাশের একটি টং দোকানে বসে চা খাচ্ছিলাম। এমন সময় ব্রিজের ঢালে দেখি গ্রিন লাইন পরিবহনের একটি বাস থামে। একইসঙ্গে একটি প্রাইভেটকার এসে বাসটির পাশে দাঁড়ায়। প্রাইভেটকারে থাকা ড্রাইভার রাসেল বাসচালককে অনুরোধ করে বলছিলেন, ‘ভাই গাড়ি থামান, ঝামেলা মিটমাট করেন।’ কিন্তু বাসচালক ধীরে ধীরে এগোতে থাকে। একপর্যায়ে বাসচালক বাস নিয়ে পালাতে চেষ্টা করে। তখন রাসেল হাতে ইট নিয়ে বলেন, গাড়ি থামান, নয়তো গাড়ির গ্লাস ফাটায়া দিমু।’

তিনি বলেন, রাসেল ওই বাসের সামনে বাম পাশে দাঁড়ান, বাসচালক ওরে বাঁয়ে চাপ দেয়, সেখান থেকে সরে সে ডানে এলে তখন আবার তাকে ডানে চাপ দিচ্ছিল। রাসেল আবার বাম পাশে যাওয়ার চেষ্টা করলে বাসচালক তার ওপর দিয়ে গাড়ি তুলে দেয়। এতে ব্রিজের আইল্যান্ডে ধাক্কা খেয়ে বাসের নিচে পড়ে যান রাসেল, তখন তার বাম পায়ের ওপর বাসের চাকা উঠে যায় এবং পা ছিঁড়ে যায়। 

বাসটি ধরতে পিছু নেন নুর হোসেন সোহাগ এবং ফ্লাইওভারের পাশে থাকা মোটরসাইকেল চালক মাশরুর। প্রথমে হানিফ ফ্লাইওভারের টোল ঘরের সামনে গিয়ে বাসটিকে ধরেন তারা। সেখানের লোকদের দুর্ঘটনার বিয়টি বলে সহযোগিতা চান তারা। টোলঘর থেকে জানায়, বাস আটকের এখতিয়ার তাদের নেই, সামনে থাকা পুলিশ সদস্যদের জানান। পরে চানখাঁরপুল মোড়ে থাকা পুলিশ সদস্যদের জানান তারা। সেখানে পুলিশ দেখে বাসচালক ফ্লাইওভার থেকে শাহবাগের দিকে মোড় নেয়। পরে তারা মোটরসাইকেল নিয়ে বঙ্গবাজার মোড় দিয়ে হাইকোর্ট মোড় পার হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারা মোড়ে বাসটিকে থামান।  পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা এসে গ্রিন লাইনের চালককে আটক করেন। 

নুর হোসেন সোহাগ বলেন, ‘ওই প্রাইভেটকার চালক রাসেল  বেঁচে থাকলেও তার একটি পা হারালো। এই বাস চালকদের কারণে প্রতিদিন কত মানুষের মৃত্যু হচ্ছে, কত মানুষের অঙ্গহানি হচ্ছে। এদের কঠোর শাস্তি হওয়া দরকার।’ 

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় জড়িত গ্রিন লাইন বাস জব্দ ও এর চালক কবির হোসেন আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

/এসজেএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
আবারও কমলো এলপিজির দাম
আবারও কমলো এলপিজির দাম
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি