X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৮, ০০:২৩আপডেট : ১১ জুলাই ২০১৮, ০০:৩০






শিক্ষক নিবন্ধন পরীক্ষা (ফাইল ছবি) অবশেষে আদালতের রায়ের পর প্রথম থেকে ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সম্মিলিত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিষয়টি নিশ্চিত করেছে। এই মেধা তালিকা এনটিআরসিএ ওয়েবসাইট ntrca.gov.bd  এবং ngi.teletalk.com.bd ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সনদপ্রাপ্তদের নিয়োগে নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগে নিয়োগ বঞ্চিতদের করা ১৬৬টি রিট এবং ব্যাপক আন্দোলন-সংগ্রামের পর অবশেষে হাইকোর্টের নির্দেশে প্রথম থেকে ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সম্মিলিত এই মেধা তালিকা প্রকাশ করা হলো।
এনটিআরসিএ চেয়ারম্যান এ এম এম আজহার মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী প্রথম থেকে ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে (ntrca.gov.bd) এবং ngi.teletalk.com.bd ওয়েবসাইটে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বেসরকারি শিক্ষক নিয়োগের মেধা তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত করার পর তালিকাভুক্ত শিক্ষকদের যথাস্থানে নিয়োগ দেওয়া হবে।’
বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত জাতীয় ঐক্য পরিষদের সভাপতি এবং ১২তম নিবন্ধনের উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এনটিআরসিএ’র পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ নিয়ে নানারকম টালবাহানা চলেছে এত দিন। টাকা-পয়সার বিনিময়ে নিয়োগ দেওয়া হতো। অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে এক থেকে ১৩তম নিয়োগ বঞ্চিত প্রার্থীরা হাইকোর্টে মামলা করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা অনেক আন্দোলন-সংগ্রামও করেছি। হাইকোর্ট আমাদের পক্ষে মামলার রায় দেওয়ার পর হাইকোর্টের নির্দেশে আজকের এই মেধাতালিকা প্রকাশ করা হলো। আশা করি, এবার আমাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যেই করবে কর্তৃপক্ষ। অন্যথায় আবারও হাইকোর্টের শরণাপন্ন হতে হবে আমাদের।’
অভিযোগ ছিল প্রথম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হলেও তাদের ফলাফল প্রকাশ করা হতো না। ফল প্রকাশ না করেই বিভিন্ন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ দিতো এনটিআরসিএ। এ নিয়োগ প্রক্রিয়াতেই নানারকম দুর্নীতির অভিযোগ ছিল প্রথম থেকেই।

 

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ