X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ ও যুবলীগের লাগাম এখনই টেনে ধরুন: জয়নুল আবেদীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৫:১৯আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৫:২৩

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন (ফাইল ছবি) ছাত্রলীগ ও যুবলীগের লাগাম এখনই টেনে ধরার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালিয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ করবো ছাত্রলীগ ও যুবলীগের লাগাম এখনই টেনে ধরুন। না হলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মকাণ্ডের দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

রবিবার (৫ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার, মামলা করার মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

জয়নুল আবেদীন বলেন, ‘বিগত কয়েকদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং সড়কে তাদের দাবি উত্থাপন করে আন্দোলন করছে। এই আন্দোলনের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমরা ইতোপূর্বে সমর্থন জানিয়েছিলাম। সরকারকে অনতিবিলম্বে এ দাবি মেনে নিতে আহ্বান জানিয়েছিলাম। ব্যর্থতার দায়ভার নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের দাবি করেছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় হলো- গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। তারা সরকারের রাজনৈতিক সংগঠন ছাত্রলীগকে বিভিন্নভাবে সহায়তা করছে। কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে বানচাল করতে ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে।’

তিনি আরও বলেন, ‘শনিবার জিগাতলা এবং ধানমন্ডি এলাকায় ছাত্রছাত্রীদের সুশৃঙ্খল আন্দোলনের ওপর লাঠিশোটা দিয়ে হামলা করেছে। বেশ কিছু ছাত্রছাত্রীকে আহত করেছে। অনেকে মৃত্যুবরণও করেছে। অনেকেই মুমূর্ষু অবস্থায় মেডিক্যালে ভর্তি হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। কাজেই সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ করবো ছাত্রলীগ ও যুবলীগের লাগাম এখনই টেনে ধরুন। না হলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মকাণ্ডের দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়ে জয়নুল আবেদীন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো, আপনারা নীরব ভূমিকা পালন না করে যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করুন। আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রাজনৈতিক দলকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। অতীতেও আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগসহ সরকারের সন্ত্রাসী বাহিনী আন্দোলনের মধ্যে ঢুকে আন্দোলনকে বিপদগামী করেছে।’

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সম্পাদক ব্যারিস্টার একেএম এহসানুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন
বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা