X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অনিশ্চয়তার মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে আজ

শেখ শাহরিয়ার জামান, কক্সবাজার থেকে
১৫ নভেম্বর ২০১৮, ০১:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০২:০৭

রোহিঙ্গা (ছবি: সংগৃহীত)

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও তাদের একটি বড় অংশ নিজ দেশে ফেরত যেতে চাচ্ছে না বলে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে গোটা প্রক্রিয়া। ৩০টি পরিবারের ১৫০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কথা থাকলেও কতজন ফেরত যাবে সেটি আগাম বলতে পারছে না সরকার।

বুধবার (১৪ নভেম্বর) রাতে ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আবুল কালাম কক্সবাজারে সাংবাদিকদের বলেছেন, ‘কালকে (বৃহস্পতিবার) আমরা প্রত্যাবাসনের সিদ্ধান্ত বলতে পারবো।’

জানা যায়, জাতিসংঘ শরণার্থী সংস্থা মঙ্গলবার এবং বুধবার ৫০ পরিবারের ইন্টারভিউ নিয়েছে এবং অনেকে ফেরত যাওয়ার বিষয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। এর ফলে ফেরত পাঠানোর গোটা প্রক্রিয়াটি কিছুটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গেছে।

এ বিষয়ে আবুল কালাম আরও বলেন, ‘আমরা শরণার্থী সংস্থার রিপোর্ট পেয়েছি এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিদ্ধান্তের জন্য পাঠিয়েছি।’

প্রসঙ্গত, প্রথম থেকেই জাতিসংঘ শরণার্থী সংস্থা প্রত্যাবাসনের বিষয়ে বিরোধিতা করে আসছিল। গত ২৮ অক্টোবর তাদের গোটা ২ হাজার ২৬০ জনের তালিকা দেওয়া হয়। তবে এর তিন দিন পরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে তারা এক সংবাদ সম্মেলনে জানান, তাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এরপর ফেরত যাওয়ার বিষয়ে রোহিঙ্গাদের মনোভাব জানার জন্য একাধিকবার অনুরোধ করা হলে সংস্থাটি মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে। এর ফলে গোটা প্রত্যাবাসন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন একাধিক কর্মকর্তা।

জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং তারা গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত।

 

/এসএসজেড/এএইচ/
সম্পর্কিত
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড