X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সামান্য সহযোগিতা বাঁচাতে পারে জান্নাতুল নাঈমের প্রাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৭

জান্নাতুল নাঈম ইডেন মহিলা কলেজের স্নাতকোত্তর ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম। তার জীবনপ্রদীপ নিভু নিভু করছে। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ তার পরিবারের কাছে নেই। তাই তারা আর্থিক সহায়তা চেয়েছেন।

জান্নাতুল নাঈমের ভাই মো. সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বোনকে গত ২ ডিসেম্বর হাসপাতালে নিয়ে যাই। গত সপ্তাহে তাকে বাসায় নিয়ে এসেছি। এখন সপ্তাহে তিন দিন সোনার বাংলা ফাউন্ডেশনে ডায়ালিসিস করাতে হয়। এজন্য খরচ হয় ১৮০০ টাকা। ইনজেকশনের জন্য লাগে ১৯০০ টাকা।’

সুমন জানিয়েছেন, জান্নাতুল নাঈমকে প্রথমে আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে কিডনি ইনস্টিটিউটে নিয়ে যান তারা। এরপর নেওয়া হয়েছে কিডনি ফাউন্ডেশনে। সেখান থেকে পপুলার হাসপাতাল।

সুমনের কথায়, ‘আমার বোনকে সুস্থ করার আশায় হাসপাতালে ছোটাছুটি করেছি। পপুলার হাসপাতালের চিকিৎসক ডা. সারোয়ার ইকবাল বলেছেন, ওর বয়স অল্প। ফলে কিডনি প্রতিস্থাপন করা যাবে। তাই আমরা আশা নিয়ে বসে আছি। আমাদের কাছে অত টাকা নেই। তাই দেশের মানুষের কাছে বোনের জীবন বাঁচাতে আর্থিক সহায়তা চাইছি। সবার সহযোগিতা পেলে আমার বোনের জীবন বাঁচতে পারে।’

জান্নাতুল নাঈমের বাবা দীর্ঘদিন ক্যান্সারে ভুগে দুই বছর আগে মারা যান। তার কিডনির সঙ্গে মা আর ভাইয়ের কিডনি ম্যাচ হয়নি। তাই চিকিৎসকরা দেশের বাইরে নিয়ে তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।

জান্নাতুল নাঈম ২০১০ সালে সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১২ সালে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি আর ২০১২-১৩ সালে ইডেন মহিলা কলেজ থেকে সম্মান (ব্যবস্থাপনা) বিভাগে উত্তীর্ণ হন।

আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: মাঈনউদ্দিন (Myeenuddin), অ্যাকাউন্ট নং-২১০১৫১২৮১৭০০১, সিটি ব্যাংক, পল্লবী শাখা, ঢাকা। জাহিদ হাসান (Jahid Hasan), অ্যাকাউন্ট নং-১৪১১০১৩৮৬২৮৫, ডিবিবিএল শাখা, কুমিল্লা। মো. জাহিদ হাসান (Md. Jahid Hasan), অ্যাকাউন্ট নং-২৩০২৪২৯৪৫৯০০১, সিটি ব্যাংক, উত্তরা শাখা, ঢাকা।
রকেটে টাকা পাঠানোর ব্যক্তিগত অ্যাকাউন্ট ০১৭১৯১৫২৯১৯৯, ০১৮৬৫৬৮৫৫৫৫৭। বিকাশে টাকা পাঠানোর ব্যক্তিগত অ্যাকাউন্ট ০১৭১৭৪০৯৭৫৮, ০১৭৪৮০৮১৫৩১, ০১৮২৫০০৮১৩৬, ০১৮৬৫৬৮৫৫৫৫। বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট নম্বর ০১৯৭৬৩৭৬১৪৯।
আর্থিক সহায়তা পাঠানোর আগে বা পরে সুমন (০১৭৪৮০৮১৫৩১) ও জাহিদের সঙ্গে (০১৭১৪৬১৭৭৭৩) যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

/টিওয়াই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন