X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ডাকসু নির্বাচনে ছাত্র মৈত্রীর প্যানেল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৩

ছাত্র মৈত্রীর সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল।

আব্দুল মোতালেব জুয়েলের ঘোষণা অনুযায়ী, সংগঠনটি থেকে ডাকসু নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. রাসেল, সাধারণ সম্পাদকে সনম সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদকে সানজীদা বারী, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকে মোফাজ্জেল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকে মো. আরাফাত রহমান, কমনরুম ও ক্যাফেটারিয়া সম্পাদকে এমিলি শেখ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকে আশরাফুল বিন শফি রাব্বি, সাহিত্য সম্পাদকে আয়েজীদ ইসলাম হিমু, সংস্কৃতি সম্পাদকে সাকিব সাদেকিন, ক্রিড়া সম্পাদকে তানজিরুল ইসলাম তুহিন, ছাত্র পরিবহন সম্পাদকে রহমতুল্লাহ বাহাদুর ও সমাজসেবা সম্পাদক পদে লুৎফুল হাসান সাগর প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া ১৩টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. ফয়সাল, অনিন্দ্য আদিত্য, জুয়েল রানা, মারুফ কায়সার, আহাম্মদ সানি, সুমনা সুলতানা, হামিদ খান ভাসানী, মোহাম্মদ ইয়াছিন, আরমান মোহাম্মদ সাজ্জাদ, এস এম শাহ জনি, এস. রায়হান ও মো. হানিফ শেখ।

সংগঠনটি পক্ষ থেকে ১১ দফা সমস্যা ও সংকট তুলে ধরে তা সমাধানেরও প্রস্তবনা দেওয়া হয়। সংগঠনটির নেতারা দাবি করেন, ছাত্র মৈত্রী নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়কে আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করে প্রথম বর্ষ থেকে মেধাক্রম অনুযায়ী বৈধ সিট দেওয়ার ব্যবস্থা করা হবে, যৌক্তিক মূল্যে পুষ্টিসমৃদ্ধ খাবারের নিশ্চতা দেওয়া হবে, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের পরিবহন সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করা হবে এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তির পরিমাণ বৃদ্ধির ব্যবস্থা করা হবে।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল নির্বাচনে ছাত্র মৈত্রীর প্রার্থীদের ভোট দিয়ে স্বাধীন ডাকসু গড়ে তুলতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের যেকোনও বিভাগে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত, বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত স্নাতকোত্তর শেষে দ্বিতীয় স্নাতকোত্তর (সান্ধ্যকালীন) কিংবা এমফিলে অধ্যয়নরত ৩০ বছর বয়সসীমার মধ্যে থাকা যেকোনও শিক্ষার্থী নির্বাচনে প্রার্থী হতে পারবেন। সেই হিসেবে ছাত্রদলের চার শীর্ষ নেতার কারও ছাত্রত্ব না থাকায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

ডাকসুর কেন্দ্রীয় সংসদে নির্বাচন হবে ২৫টি পদে, আর প্রতিটি হল সংসদে হবে ১৩টি পদে। ফলে একজন ভোটার মোট ৩৮টি ভোট দিতে পারবেন।

 

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ