X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢালচর এখন অনেকটা নিরাপদ, শঙ্কাও আছে

শাহেদ শফিক
০৭ জুন ২০১৯, ১৫:২৬আপডেট : ০৮ জুন ২০১৯, ১২:৫০

ঢালচরের একটি বাড়ি দীর্ঘদিন ধরে কয়েকটি প্রভাবশালী পরিবারের নির্যাতনের মধ্যে বসবাস করে আসা নোয়াখালী ও হাতিয়া উপজেলার মধ্যবর্তী স্থান ঢালচরের বাসিন্দারা চরটিকে অনেকটা নিরাপদ মনে করছেন এখন। এ চরের ছেলেমেয়েরা এখন স্কুলেও পড়াশোনা করতে পারছে। কেউ এসে এখন আর তাদের হানা দিয়ে ফসল লুট করে নেয় না। ঘটছে না নারী নির্যাতনের মতো ঘটনাও।

এরপরও শঙ্কা বিরাজ করছে ঢালচরবাসীর। তারা বলছেন, চরে বসবাস করা কয়েক হাজার মানুষের বসতভিটাসহ দখলে থাকা জমি ভোলার সেই প্রভাবশালীরা স্থানীয় ভূমি অফিস থেকে নিজেদের নামে বন্দোবস্ত নেওয়ার চক্রান্ত করছেন। এমনটা হয়ে থাকলে তাদের মাথা রাখার আর কোনও জায়গা থাকবে না। এই আশঙ্কা থেকে তারা মুক্তি চান। তাদের দাবি, চরটি যেই জেলার হোক, দখলে যারা রয়েছেন তাদের যেন ওই ভূমি বন্দোবস্ত দেওয়া হয়।
শুরুর পর থেকে এযাবৎ বসবাসরত নির্যাতিত ভূমিহীনদের নিয়ে বাংলা ট্রিবিউনে ধারাবাহিক ৬ পর্বের প্রতিবেদন প্রকাশিত হয়। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এসব প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো হচ্ছে- ‘ভূমিহারা মানুষের আশ্রয়ের আকুতি! (ভিডিও)’; ‘ভূমিহীনের চরে সাবেক সচিবের অট্টালিকা;’ ‘ভূমিহীন উচ্ছেদে ‘সরকারি’ কৌশল!’; ‘ঢালচরের কৃষকদের ধান যায় ‘লুটেরাদের’ গোলায়’; ‘ঢালচরই কি চরডেমপিয়ার?’ ও ‘ঢালচর নোয়াখালীর না ভোলার?’। প্রতিবেদনগুলো প্রকাশের পর বদলাতে থেকে ঢালচরের পরিবেশ। প্রশাসনেও টনক নড়ে। অভিযুক্ত ব্যক্তিরাও এতে সংযত হন।

তবে চর দখল করে সাবেক সচিব নাজিম উদ্দিন ও তার আত্মীয়-স্বজনদের গড়ে তোলা অবৈধ ‘অট্টালিক’ এখনও অপসারণ করা হয়নি। সচিব বা তার লোকজনেরও কোনও বিচার হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ তোলায় এর প্রতিশোধ নেওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘ঢালচরের ওই জমিগুলো নিয়ে মামলা চলছে। সে কারণে কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। তবে অপরাধ সংশ্লিষ্ট বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীই দেখছে।’
সম্প্রতি ঢালচরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখন ঢালচরকে অনেক নিরাপদ মনে করছেন। সাবেক ওই সচিবের পরিচয় দিয়ে এখন কেউ আর প্রভাব খাটায় না। তাদের সন্তানদেরও সচিবের প্রতিষ্ঠা করা স্কুলে ভর্তি করা হচ্ছে। তবে চরের জমি দখল করে গড়ে তোলা পুকুর ও পুকুরের ওপর ‘অট্টালিকা’ এখনও রয়ে গেছে। সচিব ও তার পরিবার চরের ওই জমিগুলো নিজেদের দাবি করছেন।
জানতে চাইলে চরের উত্তরাংশের বাসিন্দা আমির হোসেন বলেন, ‘আমাদের চর নিয়ে খবর প্রকাশের পর এখন আর কেউ সমস্যা করে না। খবর প্রকাশের সময় অনেকেই মাতামাতি করতে চেয়েছিল। আমাদের ছেলেমেয়েরা এখন ওদের (মনপুরা অংশে সচিবের প্রতিষ্ঠা করা স্কুলে) স্কুলে যেতে পারছে। এখন কেউ আগের মতো হুমকি বা ধমক দেয় না। ধানও লুট করে নিয়ে যায় না। আমরা সুন্দরভাবে চাষাবাদ করতে পারছি। এখন অনেক ভালো আছি। তবে তারা প্রশাসনিকভাবে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। তারা নাকি আমাদের বসতভিটা ভূমি অফিস থেকে বন্দোবস্ত নিয়ে দখল করে নেবে। তাহলে তো আমরা আবারও অসহায় হয়ে যাবো।’
চরের মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা একটু শান্তিতে আছি। পুলিশ ও প্রশাসনের অনেক লোক এসে আমাদের জানিয়ে গেছেন, আপনাদের কোনও সমস্যা নেই। নির্ভয়ে বসবাস করুন। কেউ আপনাদের আর কিছুই করবে না। সে থেকে আমরা ভালো আছি। কেউ ভয়ভীতি দেখায় না। স্থানীয় পুলিশ ক্যাম্প থেকেও আমরা সহযোগিতা পাই।’

আরও পড়ুন: ভূমিহারা মানুষের আশ্রয়ের আকুতি! (ভিডিও)

                ভূমিহীনের চরে সাবেক সচিবের অট্টালিকা!

               ভূমিহীন উচ্ছেদে ‘সরকারি’ কৌশল!

              ঢালচরই কি চরডেমপিয়ার?

            ঢালচর নোয়াখালীর না ভোলার?

         ঢালচরের কৃষকদের ধান যায় ‘লুটেরাদের’ গোলায়

 

              

 

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!