X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সুপ্রিম কোর্টের রেস্টুরেন্টে পচা মুরগি, জরিমানা ২ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ১৯:৩১আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:৩৩

জব্দ পচা মাংস ফ্রিজে পচা মুরগি পাওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের রেস্টুরেন্ট ‘প্যালেস’কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ জুন) সন্ধ্যায় এ জরিমানা করা হয়।

সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপাতত রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা ও রেস্টুরেন্টটি আগামী রবিবার (২৩ জুন) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। রবিবার আমরা কমিটির সবাই বসে রেস্টুরেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

এর আগে বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য আইনজীবী শামীম সরদারের নেতৃত্বে সমিতির কয়েকজন সদস্য অভিযান চালিয়ে দুর্গন্ধযুক্ত আস্ত পচা মুরগি উদ্ধার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে ক্যান্টিনের খাবারে মাছি পাওয়া নিয়ে এক আইনজীবী ফেসবুক স্ট্যটাস দেন। এরপর বিষয়টি আইনজীবী সমিতির দৃষ্টিগোচর করা হলে তারা সমিতি ভবনের চারতলায় অবস্থিত রেস্টুরেন্ট অলিম্পিয়া প্যালেসে অভিযান চালায়। তখন তারা ফ্রিজের অস্বাস্থ্যকর পরিবেশে থাকা পচা মুরগি, মসলামিশ্রিত মুরগি ও সালাদ উপকরণ উদ্ধার করেন।

এদিকে সরেজমিনে দেখা গেছে, রেস্টুরেন্ট পচা মুরগি পাওয়ার ঘটনা দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ায় আইনজীবীরা রেস্টুরেন্টের সামনে ভিড় জমান। তখন তারা রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল, সমিতির সঙ্গে করা লিজ বাতিল ও জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি জানান।

ঘটনার পর আইনজীবী সমিতির সদস্য শামীম সরদার কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে জরুরি বৈঠক করেন। পরে ওই বৈঠকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাসহ কয়েকজন আইনজীবী যোগ দেন। পরে সমিতির সম্পাদক রেস্টুরেন্টের ম্যানেজার সোহানের কাছে পচা মুরগি রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেন। একপর্যায়ে রেস্টুরেন্টের ভেতরে ও বাইরে অবস্থানরত আইনজীবীরা রেস্টুরেন্টটির সঙ্গে সমিতির লিজ বাতিল করার দাবি জানান।

 

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!