X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সদরঘাটে ভবনধস, একজনের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ২০:১৬আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:৩২



ধসেপড়া ভবনে উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলিতে একটি তিনতলা ভবন ধসের ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় এই লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন এই তথ্য জানান।


দেবাশীষ বর্ধন বলেন, ‘বাবা ও ছেলে নিখোঁজ ছিল বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছিলেন। নিহত ব্যক্তির নাম জাহিদুল ব্যাপারী (৬০)। তবে তার ছেলে শফিকুল ব্যাপারী (১৮) এখনও নিখোঁজ।’

এরআগে, বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে পুরনো এই ভবনটি ধসে পড়ে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘ ধসে পড়া ভবনটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় উদ্ধার কাজে ঝুঁকি রয়েছে। ফায়ার সার্ভিস ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।’

স্থানীয় ব্যবসায়ী মো. সোবহান বলেন, ‘তিনতলা এই ভবনটি ভোরের দিকে ধসে পড়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।’
এই ব্যবসায়ী আরও জানান, যে পাশের রুমটি ধসে পড়েছে, সেখানে সদরঘাটের ফল ব্যবসায়ী জাহেদ আলী ও তার ছেলে থাকতেন। তবে, তিনি ছেলের নাম জানাতে পারেননি।
ব্যবসায়ী মো. সোবহান বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাতে ফলের দোকান বন্ধ করার পর সকাল থেকে তার দোকান বন্ধ ও মোবাইলও বন্ধ। ভবনটি এমনি ঝুঁকিপূর্ণ, তার মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে আরও খারাপ অবস্থা ছিল।’
সরেজমিন দেখা গেছে, ভবনটি পুরনো। ভবনের ছাদ নির্মাণ করা হয়েছে চুন-সুরকি দিয়ে। পুরো স্থাপনাটি নির্মাণে কোনও রড ব্যবহার করা হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার অভিযান চালাচ্ছি। একটি আলমারি ছিল, সেটা উদ্ধারের সময় ওপর থেকে পড়েছে। সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখনও নিশ্চিত নই এখানে কেউ চাপা পড়েছেন কিনা। তবে, লোক মুখে শুনেছি দুই জন নিখোঁজ আছেন।’ দুপুরেই ভবনটি ধসে পড়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: সদরঘাটে ভবনধস, বাবা ছেলে নিখোঁজ 

/এআরআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ