X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

হরিণ হত্যার অপরাধে কারাগারে অনলাইন ক্যাসিনো’র মূলহোতা সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ২৩:২৫আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২৩:৪১

সেলিম প্রধানের বাসা থেকে উদ্ধার হওয়া দুটি হরিণের চামড়া

অনলাইন ক্যাসিনোর বাংলাদেশের মূল হোতা সেলিম প্রধানের বাসা থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাকে এ দণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দেশ ছাড়ার আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১। এরপর তার গুলশানের বাসা ও বনানীর অফিসে টানা ১৮ ঘণ্টা অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থাটি। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে র‌্যাব-১ এর অধিনায়ক সারোয়ার বিন কাশেম জানান, সেলিম প্রধানের বাসা ও অফিস থেকে ২৯ লাখ ৫ হাজার ৫শ’ নগদ টাকাসহ  ২৩টি দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৭৭ লাখ ৬৩ হাজার টাকা। এছাড়াও ১৩টি ব্যাংকের ৩২টি চেকবই, ৮৪টি মদের বোতল, মেয়াদোত্তীর্ণসহ ১২টি পাসপোর্ট ও চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি সার্ভার। এসময় তার বাসা থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয় বলেও জানান র‌্যাব-১ এর অধিনায়ক।

সেলিম প্রধান। বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা হিসেবে তাকে অভিযুক্ত করেছে র‌্যাব

এরপর রাতে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বিকালে সেলিম প্রধানের গুলশানের বাসা থেকে দুটো হরিণের চামড়া উদ্ধারের পর তিনি অবৈধভাবে হরিণের চামড়া রাখার বিষয়টি স্বীকার করে নেওয়ায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সেলিম তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেন।

তিনি জানান, সাজা দেওয়ার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অপরদিকে, সেলিম প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তা থেকে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট।


আরও পড়ুন:

সেলিম প্রধানের বাসায় ২৩ দেশের মুদ্রা, হরিণের চামড়া 

তিনটি ব্যাংকে অনলাইন ক্যাসিনোর লেনদেন হতো

সেলিম প্রধানের ব্যাংক হিসাব স্থগিত করলো বিএফআইইউ

 

/এআরআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
আশুরা ঘিরে শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
আশুরা ঘিরে শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার  সুযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
বিদেশি মুদ্রার বিপরীতে টাকায় ঋণ নেওয়ার  সুযোগ, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল