X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শ্যামপুরে ‘ফইন্নি গ্রুপের’ ৬ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ২০:৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:৩২





শ্যামপুরে ‘ফইন্নি গ্রুপের’ ৬ সদস্য আটক রাজধানীর শ্যামপুরে ডাকাতির প্রস্তুতির সময় একটি অপরাধীচক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই অপরাধীচক্র ‘ফইন্নি গ্রুপ’ নামে পরিচিত।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১০ উপ-অধিনায়ক (ডিসিও) মেজর সাহরিয়ার জিয়াউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
আটক ৬ জন হলো শ্যামপুরের তাহমিদুল ইসলাম ফাহিম (২০), সাকিব আহম্মেদ (১৯), মো. মিরাজ (২০), মুশফিকুর রহমান আকিব (১৯), মুন্সিগঞ্জের রাব্বি হাসান (১৯) ও ফরিদপুরের এনামুল হাসান (১৯)। এ সময় তাদের কাছে থেকে ৬টি চাকু, ১০টি ব্লেড, ৫টি মোবাইল ফোন ও ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
মেজর সাহরিয়ার জিয়াউর রহমান বলেন, আটক ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তিরা ফেসবুকে ‘ফইন্নি গ্রুপ’ নামে একটি গ্রুপ তৈরি করেছে। আটক ফাহিম এর অ্যাডমিন। তারা এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির তথ্য সংগ্রহ করতো বলে জানা গেছে।
র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা স্থানীয় ও অন্যান্য অপরাধীচক্রের সঙ্গে যোগাযোগ রাখাসহ তাদের ছত্রছায়ায় শ্যামপুর, সদরঘাট, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়াসহ আশপাশের এলাকায় মাদকের কারবার, সেবন, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিংসহ নানা অপকর্ম চালাতো।
আটক রাব্বির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/এসজেএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়