X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ফেনসিডিলসহ আটক দুই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ১৮:০২আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৮:১৭





গাজীপুরে ফেনসিডিলসহ আটক দুই মাদক কারবারি গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে মাদক কারবারি চক্রের ২ সদস্যকে ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে র‌্যাব-১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম এই তথ্য নিশ্চিত করেন।

আটক মাদক কারবারিরা হলো রাজশাহীর মো. আজাদ (৬০) ও মো. সালাহ উদ্দিন ওরফে গামা (৫৭)। এ সময় তাদের কাছ থেকে ৫১০ বোতল ফেনসিডিল, ৩ টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়।

লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, রাজশাহীর সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানির মাধ্যমে এসব ফেনসিডিল তারা নিয়ে আসে। বিভিন্ন পরিবহন ব্যবহার করে সরবরাহের জন্য ঢাকায় নিয়ে আসে আজাদ ও সালাহ উদ্দিন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, আজাদ মাদক কারবারিতে জড়িত থাকায় নির্দিষ্ট কোনও পেশায় কাজ করে না। ফেনসিডিলের এই চালানটি রাজশাহী থেকে গাজীপুরে মাদকের অন্য কারবারিদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার। এই চালানটি সরবরাহের জন্য তাকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
সালাহ উদ্দিন জিজ্ঞাসাবাদে জানায়, সে রাজশাহীতে রঙ মিস্ত্রি হিসেবে কাজ করতো। এর পাশাপাশি মাদকের কারবারও করতো। এর আগেও ৭-৮ টি মাদকের চালান রাজশাহী থেকে ঢাকায় নিয়ে এসেছিল বলেও সে স্বীকার করে।

আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম।

/এসজেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন