X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘অলস বাঙালিদের জন্যই পলাশী যুদ্ধে পরাজয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ১৮:২০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১০:২২

‘অলস বাঙালিদের জন্যই পলাশী যুদ্ধে পরাজয়’ ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন শুক্রবার (৮ নভেম্বর) বাংলা একাডমির আব্দুল করিম সাহিত্যবিশারদ অডিটোরিয়ামে ইতিহাসবিদ উইলিয়াম ড্যালরিম্পল তার লেখা নতুন বই ‘দ্য অ্যানারকি: দ্য রিলেন্টলেস রাইজ অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নিয়ে আলোচনা করেন।
আলোচনার শুরুতেই তিনি বলেন, মুঘল সম্রাটদের শাসনকালে ভারতবর্ষে অনেক দেশ থেকে মানুষ এসে বাণিজ্যি করেন, যেমন— ডাচ, ইংরেজ, পর্তুগিজ। ১৬০৮ সালের ১৮ আগস্ট ইংরেজরা ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নিয়ে প্রথম এই অঞ্চলে আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি প্রথম বহুজাতিক ও পুঁজিবাদী কোম্পানি বলেও অভিহিত করেন।
ড্যালরিম্পলের মতে, মুঘল সম্রাটরা শাসন করার সময় ইংরেজকে বন্ধু হিসেবে গ্রহণ করার চেষ্টা করলেও ইংরেজরা কখনও বন্ধুসুলভ আচরণ করেনি। এ অঞ্চল ছিল তখন তাঁতশিল্পের জন্য জনপ্রিয়। ইংরেজরা এ অঞ্চল থেকে কাপড় নিয়ে যেতো আর এখানকার মানুষের কাছে চড়া দামে বিক্রি করতো অন্যান্য পণ্য। তখন ভারত, বাংলা, আফগানিস্তান— এসব অঞ্চল থেকে ইংরেজরা প্রচুর সম্পদ নিয়ে গেছে লুট করে। সোনা, রুপা বা অন্য যে-সব মূল্যবান সম্পদ নিয়ে গেছে সেগুলোর জন্যই আজ ইংরেজরা এত অর্থবিত্তের মালিক বলে দাবি করেন ব্রিটিশ এই ইতিহাসবিদ।
তিনি বলেন, মুঘল রাজধানীগুলোর সঙ্গে যোগ ছিল ব্যবসায়ী, শিল্পী, কবি, অভিজাত, যোদ্ধা ও আলেমদের; অন্যদিকে ইংরেজরা শহরের বাইরে নীলচাষসহ তাঁতিদের ওপর নানাভাবে অত্যাচার করতো।
ড্যালরিম্পল সাফ কথা, অলস বাঙালিদের জন্যই পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেছেন। ইংরেজদেরও তার বিশ্বাস করা উচিত হয়নি।
তিনি বলেন, ইংরেজদের শিপিং ইন্ডাস্ট্রিও গড়ে ওঠে তখন ভারতীয় উপমহাদেশকে কেন্দ্র করেই।
ড্যালরিম্পল জানান, ভারতীয় অঞ্চলে ইস্ট-ইন্ডিয়ার সম্প্রসারণ ও ইংরেজদের শাসন-শোষণই বিবৃত হয়েছে তার এই বইয়ে।

/এইচআই/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি