X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

৯৯৯-এ ফোন দিয়ে নিজের বাল্যবিয়ে ঠেকালো শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:১২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৭

জরুরি সেবা ৯৯৯

নরসিংদীর এক শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে নিজের বিয়ে বন্ধ করে বাল্যবিয়ের শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বাল্যবিয়ে বন্ধ করেছে। এই কিশোরী আরও লেখাপড়া করতে চায় বলে পুলিশকে জানিয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কিশোরীর পরিবারকে বুঝিয়ে তার লেখাপড়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি আদায় করেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় জরুরিসেবার অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ এই তথ্য জানান।

তিনি জানান, ‘আজ (রবিবার) সকাল ১০টা ১৭ মিনিটে নরসিংদী সদরের সালিথা থেকে এক কিশোরী ৯৯৯-এ ফোন দিয়ে তার নিজের বিয়ে বন্ধ করার জন্য পুলিশের সহায়তা চায়। কলার ফোন দিয়ে জানায়, সে দশম শ্রেণির ছাত্রী, তার বয়স মাত্র ১৬। বাবা-মা তার অমতে বিয়ে ঠিক করেছে এবং আজ দুপুরে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু, সে আরও পড়ালেখা করতে চায়।’

তিনি বলেন, ‘কলার কিশোরী আরও জানায়, সে লুকিয়ে ফোন করেছে।  সে ৯৯৯ এর কাছে তাকে এ অবস্থা থেকে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।’

জাতীয় জরুরিসেবার অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ আরও জানান, ‘৯৯৯ তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর থানার ডিউটি অফিসারের সঙ্গে তাকে কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে নরসিংদী সদর থানার এসআই জাকির হোসেন ফোর্সসহ অবিলম্বে ঘটনাস্থলে যান। পরে এসআই জাকির হোসেন ৯৯৯-কে জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বালিকার মা-বাবাকে বোঝান। তিনি পাত্রপক্ষের আত্মীয়-স্বজনের সঙ্গেও কথা বলেন। তাদের জানান, বাল্যবিয়ে আইনবহির্ভূত এবং তারা এ বিয়ে দেওয়া থেকে বিরত না হলে মোবাইল কোর্ট ডেকে সাজার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।  শেষ পর্যন্ত সকলে এ বিয়ে বন্ধ করার পক্ষে একমত হন।’ 

পরে ৯৯৯ থেকে কিশোরী কলারকে ফোন করা হলে সে জানায় তার বিয়ে বন্ধ হয়ে গেছে। এ কারণে সে ৯৯৯-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বলেও উল্লেখ করেন তবারক।

/এআরআর/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন