X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শব্দদূষণ রোধে প্রচারণা চালাবে শিক্ষার্থীরা

এস এম আববাস
২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:২০

 

শব্দদূষণ রোধে প্রচারণা চালাবে শিক্ষার্থীরা

অতিমাত্রায় শব্দদূষণ রাজধানীর জীবনযাত্রাকে যেমন বিঘ্ন করছে, তেমনি অসুস্থ করে তুলছে সাধারণ মানুকে। এই দূষণ শুধু রাজধানীতে নয়, সারাদেশেই হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় দূষণ প্রতিরোধে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, শব্দদূষণ রোধে শিক্ষার্থীদের সচেতন করতে এবং শিক্ষার্থীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছাতে এই কার্যক্রম হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচি সম্পর্কে নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিগগিরই তা বাস্তবায়নের নির্দেশ দেবে মাউশি।

কর্মসূচি অনুযায়ী, সপ্তাহে একদিন ব্যানার ও ফেস্টুন নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কের ফুটপাথে দাঁড়াবে শিক্ষার্থীরা। ব্যানার ও ফেস্টুনে শব্দদূষণ রোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা থাকবে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত তারা শুধু দাঁড়িয়েই কর্মসূচি পালন করবে তা নয়,  শব্দদূষণ না করার জন্য মানুষের কাছে শিক্ষার্থীরা আহ্বান জানাবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘কাগজে-কলমে লেখাপড়ার বাইরে শিক্ষার্থীদের ৭টি সফট স্কিল শেখানোর কাজ চলছে। এর আওতায় শিক্ষার্থীদের শব্দদূষণ বিষয়ে সচেতন করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এ বিষয়টি নিজেরা জানবে এবং একইসঙ্গে মানুষকেও সচেতন করবে।’ গোলাম ফারুক আরও বলেন, ‘সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে শব্দদূষণ নিয়ে অধ্যায় রয়েছে। ষষ্ঠ শ্রেণিতেও রয়েছে। তবে এই কর্মসূচি লেখাপড়ার বাইরে। এই কার্যক্রম দীর্ঘদিন পর্যন্ত চলবে।’

মাউশি সূত্রে জানা গেছে, এ বছর থেকে ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যালিটি, মোরালিটি, অ্যাডাপ্টেবিলিটি, সোসাল কমিটমেন্ট ও স্বাস্থ্যসহ সাতটি সফট স্কিল শিক্ষার্থীদের আয়ত্ব করানোর কাজ শুরু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক মাত্রা ৪০ থেকে ৫০ ডেসিবল। পরিবেশ অধিদফতরের গত বছরের জরিপে দেখা যায় দেশের বিভাগীয় শহরগুলোয় শব্দের মাত্রা ১৩০ ডেসিবল ছাড়িয়ে গেছে। যা স্বাভাবিক মাত্রার চাইতেও প্রায় তিনগুণ বেশি। মাত্রাতিরিক্ত শব্দের কারণে ইতোমধ্যে দেশের প্রায় ১২ শতাংশ মানুষের শ্রবণশক্তি হ্রাস পেয়েছে বলে পরিবেশ অধিদফতরের সাম্প্রতিক জরিপে উঠে আসে। সেইসঙ্গে উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ, ফুসফুসজনিত জটিলতা, মস্তিষ্ক বিকৃতি, স্মরণশক্তি হ্রাস, মানসিক চাপসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হচ্ছে।

শব্দদূষণ রোধে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন’ ১৯৯৬ সাল থেকে শব্দ সচেতনতা দিবস পালন করে আসছে। তবে বাংলাদেশে বেসরকারিভাবে দিবসটি পালন শুরু হয় ২০০৩ সালে। তবে এই প্রথমবারের মতো শিক্ষার্থীদের সবেচন করতে পাঠ্যক্রমের বাইরে শব্দদূষণ সম্পর্কে সচেতন করতে কার্যক্রম হাতে নিচ্ছে সরকার।

/এমআর/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা