X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ৫ বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫০

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ৫ বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত

সিঙ্গাপুরে কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত পাঁচ বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ জনের মধ্যে একজন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ), তার অবস্থা আশঙ্কাজনক। বাকিরা কোয়ারেন্টাইনে আছেন।

সিঙ্গাপুরে সর্বমোট ৮৫ জন চিকিৎসাধীন রয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটি জানায়, এক হাজার ১০৪ জনকে পরীক্ষা করে তাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি, ৩৭ জনের পরীক্ষার ফলাফল অপেক্ষাধীন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৪৮ জন। আর মারা গিয়েছেন দুই হাজার ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। আর চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৬৭৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্ত ২৫টি দেশের কথা বলেছে, তবে নতুন করে ইরান  সে তালিকায় ‍যুক্ত হয়েছে। ইরানে নতুন এ্ ভাইরাসে একজন রোগী শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে সন্দেহজনক কোভিড-১৯ আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭টি, কিন্তু তাদের কারও শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

গত ২১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট দুই লাখ ৫৬ হাজার ৮৫৪ জনের স্ক্রিনিং করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটি জানায়, এ পর্যন্ত দেশের ৩টি আন্তর্জাতিক বিমান বন্দরে স্ক্রিনিং হয়েছে এক লাখ ২৩ হাজার ৬১৬ জন, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও মোংলা সমুদ্র বন্দরে স্ক্রিনিং হয়েছে দুই হাজার ৯৫৯ জন, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে স্ক্রিনিং হয়েছে দুই হাজার ৩৪ জন এবং অন্যান্য স্থল বন্দরগুলোতে স্ক্রিনিং হয়েছে এক লাখ ৩১ হাজার ২০৪ জন।

 

/জেএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক