X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মামলার তদন্তে সিআইডি, টাকার হদিস পেলো র‌্যাব

আমানুর রহমান রনি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪

 

মামলার তদন্তে সিআইডি, টাকার হদিস পেলো র‌্যাব

ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আলোচিত দুই ভাই গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক এনু ও বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূইয়ার ওয়ারীর বাসায় অভিযান চালিয়ে নগদ সাড়ে ২৬ কোটি টাকা, স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করে র‌্যাব-৩। যদিও আটক হওয়ার পর থেকে তাদের বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিংয়ের চারটি মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক মাসেরও বেশি সময় তদন্ত করে, এমনকি এনু-রূপনকে রিমান্ডে নিয়েও বিপুল পরিমাণ অবৈধ টাকার হদিস পায়নি সিআইডি।

গত বছরের ২৪ সেপ্টেম্বর এই দুই ভাইয়ের বাড়ির সিন্দুক থেকে নগদ ১ কোটি পাঁচ লাখ টাকা, ৭৩০ ভরি সোনার গয়নাসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় সাতটি মামলা হয়। এর মধ্যে মানি লন্ডারিংয়ের চারটি মামলা তদন্ত শুরু করে সিআইডি। গত ১৩ জানুয়ারি সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে এনু ও রূপন এবং তাদের সহযোগী সানিকে ৪০ লাখ টাকাসহ গ্রেফতার করে সিআইডি। এরপর গত একমাসের বেশি সময় ধরে এনু ও রূপনকে নিয়ে সিআইডি কাজ করছে।

এরমধ্যেই সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  দুপুর পর্য‌ন্ত এই দুই ভাইয়ের পুরান ঢাকার ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের ১১৯/১ মমতাজ ভিলায় অভিযান চালায় র‌্যাব-৩। এসময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমও উপস্থিত ছিলেন। বাসা থেকে নগদ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা উদ্ধার করা হয়। এর বাইরে ১ কেজি সোনা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে। এছাড়া ৯ হাজার ৩০০ ইউএস ডলার, ১৭৪ মালয়েশিয়ান রিঙ্গিত, ১০৯৫ চাইনিজ রেনমিনবি, ৫৩৫০ ভারতীয় রুপি, ১৫৬০ থাই বাথ ও ১০০ দিরহাম আরব আমিরাতের মুদ্রা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর সিও লে. কর্নেল রকিবুল হাসান এসব তথ্য জানান।

গ্রেফতারের পর এনু ও রূপনকে পৃথক মামলায় চারদিন করে রিমান্ডে নেয় সিআইডি। একইসঙ্গে গেণ্ডারিয়া থানার মামলায় তাদের সহযোগী সানি মোস্তফার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে মাসব্যাপী তদন্তে সিআইডি নগদ কোনও অর্থ উদ্ধার করতে পারেনি। তবে তারা দুই ভাইয়ের অবৈধ টাকায় অর্জিত স্থাবর সম্পত্তির হদিস পায়। সিআইডির তদন্তে দুই ভাইয়ের দেড় শতাধিক ফ্ল্যাট, বাড়ি ও জমির সন্ধান মেলে। এছাড়া মোটা অঙ্কের এফডিআর পায় তদন্ত সংস্থাটি।

এর মধ্যে র‌্যাব অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করলো। এতদিন ধরে সিআইডি দুই ভাইয়ের অবৈধ সম্পদ ও অর্থ নিয়ে তদন্ত করেও তাদের বাড়িতে থাকা বিপুল পরিমাণ টাকার তথ্য কেন পেলো না—জানতে চাইলে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তদন্ত করছি। দুই ভাইয়ের অসংখ্য ফ্ল্যাটের সন্ধান পেয়েছি। তদন্ত চলছে। এরমধ্যে র‌্যাবও তাদের নিয়ে কাজ করছে। তাই তারা বিপুল পরিমাণ টাকা পেয়েছে। আমাদের সঙ্গে র‌্যাবের কথা হয়েছে। তারা নতুন করে মামলা করতে পারে অথবা আগের মামলাতেও এই অর্থ উদ্ধারের বিষয়টি যোগ হতে পারে।’

তবে র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, টাকাগুলো অনেক আগে থেকেই এই বাড়িতে রাখা ছিল। বাড়িটি মূলত টাকার গোডাউন হিসেবে ব্যবহার করতো তারা। এখানে কেউ বসবাস করতো না। সিসি ক্যামেরা দিয়ে বাড়িটির নিরাপত্তা নিশ্চিত করা ছিল। এই ঘটনায় নতুন মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এই ঘটনায় নতুন মামলা করবো। কারণ এখানে দেশীয় মুদ্রা ছাড়াও বিদেশি মুদ্রা রয়েছে।’

প্রসঙ্গত, এনামুল হক এনু ও রূপন ভূইয়া এখন কারাগারে। গত বছরের ২৪ সেপ্টেম্বর তাদের বাড়িতে র‌্যাব অভিযান চালায়। এসময় পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এরপর সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। ক্যাসিনো কারবারি এই দুই ভাইকে গত ১৩ জানুয়ারি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে সিআইডি।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!