X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গত ২৪ ঘণ্টায়ও কোনও করোনা রোগী শনাক্ত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ১২:৪৩আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৪:৪০

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা (ফাইল ছবি) গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গতকালও নতুন রোগী ছিল না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে পরপর দুই দিন বাংলাদেশে নতুন করে কেউ শনাক্ত হয়নি। এতে করে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। আর মারা গেছেন পাঁচজন।

রবিবার (২৯ মার্চ) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলেন এসব তথ্য জানান। আজকের অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি)-এ পরীক্ষাগুলো করা হয়েছে। আইইডিসিআরের হটলাইনে কোভিড-১৯ নিয়ে কল এসেছে দুই হাজার ৭২৬টি।



ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘নতুন করে রোগী শনাক্ত হয়নি এটা খুবই আনন্দের সংবাদ।’ তিনি বলেন, ‘যখন চীনে প্রথম এই রোগের প্রাদুর্ভাব ঘটে, তখন থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি বিধায় বাংলাদেশ ভালো আছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছি। পৃথিবীর সঙ্গে তুলনা করলে বাংলাদেশ ভালো আছে।’

তিনি আরও বলেন, ‘এমনিতেই আমাদের দেশে আইসিইউ সংকট রয়েছে। তবে এখন সব জায়গাতে বলা হয়েছে, ১০টি বেড থাকলে যেন করোনা রোগীদের জন্য অন্তত তিনটি বেড রাখে।’

এ সময় করোনা নিয়ে টেস্টের সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ১১টি জায়গাতে টেস্ট করতে সক্ষম হবো। ইতোমধ্যে ছয় থেকে সাতটি জায়গায় টেস্ট শুরু হয়েছে। এছাড়া প্রতিটি বড় বড় বেসরকারি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে টেস্ট ক্যাপাসিটি স্থাপন করার জন্য।’

/জেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী