X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভেঙে ভেঙে ঢাকা ছাড়ছেন মানুষ, ঘাটে উপচে পড়া ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২০, ১৬:০৭আপডেট : ২২ মে ২০২০, ১৬:৩৭

মাওয়া ঘাট (ছবি: নাসিরুল ইসলাম)

রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের অস্থায়ী চেকপোস্টগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ঈদুল ফিতরের ছুটিতে ব্যক্তিগত গাড়িতে করে নির্বিঘ্নে শহর ছাড়তে বা প্রবেশ করতে পারছেন সাধারণ মানুষ। ট্রাফিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কিছুটা পথ পায়ে হেঁটে এবং কিছুটা পথ ছোট ছোট পরিবহনে করে রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছেন অসংখ্য মানুষ। সড়ক পথে পুলিশি বাধা কাটলেও খুব একটা ভিড় দেখা যায়নি, তবে ঢাকা থেকে বের হওয়ার জন্য নদীপথে বিশেষ করে শিমুলিয়া ও মাওয়া ফেরিঘাটে পা রাখার জায়গা নেই।

ডিএমপির দায়িত্বশীর কর্মকর্তারা জানান, ২১ মে রাত থেকে অস্থায়ী চেকপোস্টগুলো সড়িয়ে দেওয়া হয়। ব্যক্তিগত গাড়িগুলো চলাচলে কোনও বাধা দেওয়া হচ্ছে না। তবে স্থায়ী চেকপোস্টগুলো রয়েছে। মাদক, অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে সন্দেহভাজনদের এসব চেকপোস্টে তল্লাশি করা হবে।

এর আগে, গত ১৭ মে থেকে ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েকদিনে নানা অজুহাতে রাজধানী ছেড়েছে নগরীর অসংখ্য মানুষ। নিষেধাজ্ঞা ওঠার পর শুক্রবার সকাল থেকে ব্যক্তিগত গাড়িতে করেও কিছু সংখ্যক মানুষ রাজধানী ছেড়ে যাচ্ছেন। প্রতিটি বের হওয়ার রাস্তায় হাতেগোণা কিছু প্রাইভেটকার ঢাকা ছাড়ছে। তবে পায়ে হেঁটে বা ভেঙে ভেঙে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা অনেক।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'গাবতলী পয়েন্টে গাড়ির ফ্লো কম। দুয়েকটা করে গাড়ি ঢাকা ছাড়ছে। পায়ে হেঁটেও মানুষজনকে ঢাকা ছাড়তে দেখা গেছে। তাদের সংখ্যাই বেশি।'

ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. সাইফুল হক বলেন, 'ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে আজ যান চলাচল কম। সাধারণ মানুষ অন্য উপায়ে ঢাকা ছাড়ছেন বেশি।'

 

 

/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি