X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অস্তিত্ব সংকটে নীলক্ষেতের দেড় শতাধিক ব্যবসায়ী

এস এম আববাস
২৯ মে ২০২০, ০৫:৫৯আপডেট : ২৯ মে ২০২০, ০৫:৫৯

অস্তিত্ব সংকটে নীলক্ষেতের দেড় শতাধিক ব্যবসায়ী ঘরভাড়া বাকি তিন মাসের। আত্মীয়-পরিচিতদের সাহায্য আর ধার-দেনা করে সংসার চলেছে করোনা সংকটের ছুটির দিনগুলোতে। এখন আর তাও সম্ভব হচ্ছে না। ছেলেমেয়েদের দু’বেলা খাবার জোগাড় কীভাবে হবে তা নিয়ে কান্নায় ভেঙে পড়েন নীলক্ষেতের বই ব্যবসায়ী বিসমিল্লাহ বুক হাউসের মালিক এ কে এম ফকরুল ইসলাম কাজল। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে যখন কাজল কান্নায় ভেঙে পড়েন, তখনও রাতের খাবারের ব্যবস্থা করতে পারেননি তিনি।
খোঁজ নিয়ে জানা গেল শুধু কাজল নন, করোনায় নীলক্ষেত বন্ধ হওয়ার কারণে নীলক্ষেতের প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী মানবেতর জীবন যাপন করছেন। আত্মীয়, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ধার ও সাহায্য নিয়ে প্রতিদিনের বাজার খরচ চলছে তাদের। অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন। ব্যবসায়ীরা জানান প্রায় দেড়শ ব্যবসায়ী সংসার চালাতে পারছেন না। পাবলিকেশন্স মালিকরাও তাদের পাশে দাঁড়ায়নি।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। নীলক্ষেতের প্রায় চারশত বইয়ের দোকান ছাড়াও ফুটপাথের বই ব্যবসায়ীদের সবকিছু বন্ধ করে ঘরে ফিরতে হয়। কেউ কেউ বইয়ের দোকান গোপনে খেলা রাখার চেষ্টা করেও ব্যর্থ হন।

ব্যবসায়ীরা জানান, চারশ ব্যবসায়ীর মধ্যে প্রায় দেড়শ ব্যবসায়ীর সংসার চলে প্রতিদিনের আয় দিয়ে। লভ্যাংশের কোনও অর্থই জমা থাকে না। বছরের প্রথম চার থেকে পাঁচ মাসের আয় দিয়েই চলতে হয় সারা বছর। করোনার এই পরিস্থিতিতে মানবেতর জীবন-যাপন করছেন তারা।

ক্ষুদ্র ব্যবসায়ীদের খবর জানতে চাইলে বিসমিল্লাহ বুক হাউসের মালিক এ কে এম ফকরুল ইসলাম কাজল নিজের দুরবস্থার কথা তুলে ধরেন জানান,  দুই ছেলে, দুই মেয়ে আর স্ত্রী নিয়ে ছয় সদস্যের সংসার তার। বড় মেয়ে বদরুন্নেসা কলেজে গণিতের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোট সন্তান ছাড়া অন্যরা স্কুল ও কলেজে পড়ে। তার এই গোছানো সংসারটি চলে বই ব্যবসার আয়ে। কাজল বলেন, আত্মীয়, পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে আর ধার করে ছেলেমেয়েদের খাবার জোগাড় করছি। তিন মাসের বাড়ি ভাড়া দিতে পারিনি। ব্যবসার মৌসুম শেষ। তাছাড়া দোকান খুললেও করোনার কারণে আর কেউ বই কিনতে আসবে না। তিন মাসে দোকানের ভাড়া ৬০ হাজার টাকা দেওয়াও সম্ভব নয়। দোকানের জন্য দেওয়া সিকিউরিটি দেড় লাখ টাকা থেকে যদি ভাড়া কেটে নেওয়া হয় তাহলে শেষ সম্বলটুকুও হারাতে হবে।’

স্কুল কলেজ লাইব্রেরির মালিক জিয়াউর রহমান জানান, নীলক্ষেতের চারশ বই ব্যবসায়ীর মধ্যে একশ জনের আর্থিক অবস্থা ভালো। বাকি একশ জনের অবস্থা মাঝারি। এছাড়া ২৫০ জন ব্যবসায়ীর সংসার কষ্টে চলে চলে। এই দুইশ ৫০ জনের মধ্যে প্রায় দেড়শ জনের খুবই টানাটানির সংসার। সারাবছর ধার-দেনা করে সংসার চলে আর একশ ব্যবসায়ীর। এছাড়া ৫০ জনের মতো ফুটপাথে ব্যবসা করে তাদের জীবন দিনমজুরের মতো।

জিয়াউর রহমান বলেন, আমাদের তিন মাসের বেশি সময় বসে থাকতে হলো। এখন খুলে দিলেও আর ব্যবসা হবে না। ক্রেতা থাকবে না।  পুরো বছরটি ধার-দেনা করে চলতে হবে। ব্যবসাহীন অবস্থায় ঢাকায় টিকে থাকতে পারবো না তাই ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে চলে এসেছি। আমার মতো অনেকেই গ্রামে চলে গেছেন।

তিনি আরও বলেন, সরকার থেকে কোনও ধরনের সাহায্য-সহযোগিতাও নেই। আর সে কারণে প্রায় শতাধিক ব্যবসায়ীর টিকে থাকা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। লকডাউনের সময় মানুষের কাছে সাহায্য নিয়ে যারা সংসার চালিয়েছে, তাদের সামনে আরও বড় সমস্যা অপেক্ষ করছে। ৩১ মে থেকে বইয়ের দোকান খুললেই দোকান মালিক ও বাড়িওয়ালারা বকেয়া তিন মাসের ভাড়া চাইবে। করোনার এই পরিস্থিতিতে ক্রেতা পাওয়া যাবে না। অনেক ব্যবসায়ী এই পরিস্থিতিতে দোকান ছেড়ে দিতে বাধ্য হবে। যাদের ব্যাংক লোন আছে তাদের দোকান ফেলে রেখে পালিয়ে যাওয়া ছাড়া পথ নেই।’

ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমিতির পরিচালক ও লাইফ পাবলিকেশনের মালিক হেলাল খান বলেন, ‘আমরা দোকান ভাড়ার বিষয়টি দেখবো। তবে যারা দোকান মালিক তারাও চলেন ভাড়ার টাকা দিয়ে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সংকট তুলে ধরে পাবলিকেশন মালিকদের কাছে আবেদন জানানো হয়েছে। এখনও কোনও জবাব পাইনি।’

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান