X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

লাইফ সাপোর্টে থাকা নাসিম করোনামুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ২৩:৪৭আপডেট : ১০ জুন ২০২০, ০০:০০

মোহাম্মদ নাসিম (ছবি- সংগৃহীত)

পর পর দুইবার নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনামুক্ত।

মঙ্গলবার (৯ জুন) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী। তিনি জানান, তবে তার শারীরিক অবস্থা আগের মতোই আছে।

আল ইমরান চৌধুরী বলেন, ‘২৪ ঘণ্টার ব্যবধানে সোমবার ও মঙ্গলবার করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দুটি পরীক্ষাতেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ফলাফল নেগেটিভ। তিনি এখন করোনামুক্ত। তবে আগের মতোই তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।’

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম।

‘তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আরও ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এ অবস্থাতেই তার চিকিৎসা চলবে’- বলেন আল ইমরান চৌধুরী।

উল্লেখ্য, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে তার অস্ত্রোপচার করা হয় এবং তাকে আইসিইউতে রাখা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে প্রথমে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সোমবার (৮ জুন) ফের মেডিক্যাল বোর্ড পুনর্গঠন করা হয়।

এর আগেও একবার নাসিমের স্ট্রোক হয়েছিল। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা।

আরও পড়ুন:

লাইফ সাপোর্টে থাকা নাসিমের মেডিক্যাল বোর্ড পুনর্গঠন

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি