X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

পুলিশের চোখ ফাঁকি দিয়ে লকডাউন এলাকায় ঢুকছে পণ্য

হাসনাত নাঈম
১১ জুন ২০২০, ১৯:০৭আপডেট : ১১ জুন ২০২০, ২৩:৪৫

পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাইরে থেকে বাজার আনছেন কেউ কেউ করোনাভাইরাস থেকে জনসাধারণের সুরক্ষায় রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে রেড জোন ঘোষণা করে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে। বুধবার (১০ জুন) থেকে শুরু হওয়া এ লকডাউন চলবে অন্তত ১৪ দিন পর্যন্ত। ওই এলাকায় কাউকেই বের হতে বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় সব পণ্য সরকারের পক্ষ থেকে ভ্যানে করে পাঠানো হচ্ছে। কিন্তু তারপরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাইরে থেকে বিভিন্ন পণ্য প্রবেশ করতে দেখা গেছে।

বৃহস্পতিবার ১১ জুন পূর্ব রাজাবাজারের চারদিকে ঘুরে দেখা গেছে প্রত্যেকটি পথই বন্ধ। শুধু জরুরি চলাচলের জন্য আইবিএ হোস্টেলের পাশের রাস্তাটি খোলা রাখা হয়েছে। এই পথ দিয়ে ওই এলাকায় যাওয়া-আসার বিষয়টি তদারকি করছে পুলিশ। সঙ্গে রয়েছে ৪০ জন স্বেচ্ছাসেবক। আইবিএ হোস্টেলের পাশের গেট এবং তেজগাঁও হোস্টেলের পাশের রাস্তায় স্থায়ীভাবে অবস্থান নিয়েছে পুলিশ। কিন্তু অন্য ছয়টি প্রবেশপথে ভ্রাম্যমাণভাবে টহল দিচ্ছে পুলিশ। আর সেই সুযোগেই কেউ কেউ বাইরে থেকে বাজার করিয়ে আনছেন। এমনটাই দেখা গেছে বিআরবি হাসপাতালের পাশ দিয়ে পূর্ব রাজাবাজার এলাকায় ঢোকার রাস্তার মুখে।

বাইরের মানুষের সঙ্গে লেনদেন ওই রাস্তার প্রবেশমুখে দাঁড়িয়ে পর্যবেক্ষণে দেখা গেছে, কেউ পাশের দোকান থেকে চা-সিগারেট আনিয়ে খাচ্ছেন। কেউ পরিচিত কাউকে এটিমএম কার্ড দিয়ে টাকা উঠিয়ে আনছেন। আবার কাউকে দেখা গেছে কাঁচাবাজারসহ বাজারের ব্যাগ ভেতরে প্রবেশ করাতে। কেউ তেল-সাবান, কেউ খাওয়ার দুধ আনিয়ে নিচ্ছেন। আবার কেউ খবরের কাগজের জন্য গেটের উপরে উঠে বসে অপেক্ষা করছেন। ভেতরে সরকারের পক্ষ থেকে ভ্রাম্যমাণ বাজার চালু রয়েছে। তারপরও কেন বাইরে থেকে এনে বন্ধ থাকা এই পথ দিয়ে বাজার প্রবেশ করানো হচ্ছে? এমনটা জানতে চাইলে ফারহানা সুলতানা নামে একজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভেতরে যে ভ্রাম্যমাণ বাজার রয়েছে, তা আমার জানা ছিল না। গতকাল এমন কোনও বাজার দেখিনি ভিতরে। ঘরে বাজার নেই। তাই বাধ্য হয়ে বাইরে থেকে বাজার করে আনতে হচ্ছে।’

ভেতরে ঢুকছে বাইরের পণ্য এমন পরিস্থিতিতে সেখানে কর্তব্যরত শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার অজানা। আমি শুধু এই প্রবেশপথের (আইবিএ হোস্টেলের পাশের রাস্তা) দায়িত্বে আছি। আপনার এমন অভিযোগ ঠিক হওয়ার কথা না। মাত্রই কয়েকটি খাবারের গাড়ি ভেতরে প্রবেশ করেছে। ভেতরে তো অনেক গলি। হয়তো অনেকের নজরে আসেনি বিষয়টি। এমন হতে পারে, গাড়িগুলো এক গলিতে ছিল আর উনি আরেক গলিতে খুঁজেছেন। টাইমিংটা হয়নি তাদের সঙ্গে।’

এমন পরিস্থিতিতে লকডাউন বিঘ্নিত হচ্ছে কিনা জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবশ্যই লকডাউনের হ্যাম্পার হচ্ছে। পুলিশ কমপ্লিটলি সেটা হ্যান্ডেল করতে পারছে না।’

ছবি: সাজ্জাদ হোসেন

/এমএএ/
সম্পর্কিত
নিজের বাসায় পড়ে ছিল বৃদ্ধের গলে যাওয়া লাশ
ডিএনসিসির খালে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
সর্বশেষ খবর
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত