X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

উচ্চ আদালতে দুর্নীতি নির্মূলে সাধারণ আইনজীবীদের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ২২:২৪আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২২:৩০

আবেদন জমা দিচ্ছেন দুর্নীতিবিরোধী সাধারণ আইনজীবীরা সুপ্রিম কোর্টে দুর্নীতি, অনিয়ম ও নানা ধরনের অসঙ্গতি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে (বার) আবেদন জানিয়েছেন কোর্টের দুর্নীতিবিরোধী সাধারণ আইনজীবীরা। শনিবার (৮ আগস্ট) বারের সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বরাবর এ বিষয়ে তারা পৃথক দুটি আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়েছে, ‘দুর্নীতি আমাদের একটি জাতীয় সমস্যা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এর ব্যাপ্তি। সর্বগ্রাসী এই দুর্নীতি সমাজের সর্বস্তরে প্রবেশ করে আমাদের স্বাধীনতার স্বপ্নকে করেছে ধূলিসাৎ আর তরুণদের আশাহত করছে।  দুর্নীতির সর্বগ্রাসী ব্যাপ্তি থেকে মুক্ত নয় আমাদের পবিত্র আদালত অঙ্গনও।’

আবেদনে বারের সভাপতি ও সম্পাদকের উদ্দেশে বলা হয়, ‘আদালত নাগরিকদের সাংবিধানিক অধিকারের রক্ষক। একটি রাষ্ট্রের তিনটি অঙ্গের একটি হলো বিচার বিভাগ। সংবিধান নাগরিকদের আইনের আশ্রয় লাভের যে স্বীকৃতি দিয়েছে আদালতই তার অভিভাবক। পরাক্রমশালীদের বিপরীতে দুর্বলের শেষ আশ্রয়স্থল আদালত। কিন্তু পরিতাপের বিষয়, দুর্নীতির ভয়াল থাবায় আজ বিচারপ্রার্থী মানুষের নাভিশ্বাস হওয়ার উপক্রম। দুর্নীতির কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে নাগরিকের আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার। পবিত্র আদালত অঙ্গন আজ দুর্নীতিবাজদের অভয়াশ্রম হওয়ায় ভয়াবহ বিড়ম্বনার শিকার বিচারপ্রার্থীরা।’

আবেদনে আরও বলা হয়, ‘বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী কার্যক্রম গ্রহণকারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) কিছুদিন আগে তাদের এক জরিপের ফলাফলে সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই বেশি দুর্নীতি হয় বলে তথ্য প্রকাশ করে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, টিআইবির জরিপ অনুযায়ী সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় উচ্চ আদালতে। বিচার ব্যবস্থার সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আজ প্রশ্নবিদ্ধ। উচ্চ ও নিম্ন কোনও আদালত সম্পর্কেই মানুষের ধারণা ভালো নয় বলে মন্তব্য করেছিলেন খোদ সাবেক প্রধান বিচারপতি এবিএম  খায়রুল হক।’

আবেদনে উচ্চ আদালতের দুর্নীতির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে দুর্নীতি নির্মূলসহ অন্যান্য বিষয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের সার্বিক কল্যাণে এবং বিচার বিভাগের মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

 

 

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি