X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিআরটিএ’র অভিযান: ৮৫ মামলা ও সোয়া লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৮

বিআরটিএ রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে আমিনবাজার, মতিঝিল, দারুসসালাম, মিরপুর, শ্যামপুর, মানিক মিয়া অ্যাভিনিউ, শ্যামলী, মেট্রো সার্কেল-৩

এবং চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ মোড়, চকবাজার ও পলোগ্রাউন্ড এলাকায় এসব আদালত পরিচালিত হয়। অভিযানে মোট ৮৫টি মামলা দায়ের এবং এক লাখ ২৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ২টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ ও ৭টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।

বিআরটিএ’র উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট  এস এম ফেরদৌস ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নতুন সড়ক পরিবহন আইনে ২টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিন্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত আদালত মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে  ৪টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর আদালত দারুসসালাম এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রে মো. সাজিদ আনোয়ার। তার আদালতের অভিযানে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর আদালত শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীনের আদালত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের আদালত শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। বিআরটিএর মেট্রো সার্কেল-৩ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবের আলম। এসময় তিনি ৫টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাসের আদালত চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রটে মো. লুৎফর রহমানের আদালত চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২৯টি মামলায় ৩২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি ২টি মোটরযানের কাগজপত্র জব্দ করেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়