X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিশু হাসপাতালে বৃষ্টি হলে মল ভাসে, অপারেশন থিয়েটারে মাছি!

জাকিয়া আহমেদ
২২ নভেম্বর ২০২০, ১১:০০আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২০:৩১

শিশু হাসপাতালে বৃষ্টি হলে মল ভাসে, অপারেশন থিয়েটারে মাছি! বেডের নিচে কলার খোসা, কাগজের ঠোঙ্গা, পলিথিন ব্যাগে বাসি খাবার। বালতিতে পুরনো ময়লা। কিছু বেডের পায়া দড়ি দিয়ে বাঁধা। নিচে গড়াগড়ি খাচ্ছে খালি বোতল। ওয়ার্ডের পাশের খালি জায়গায় জড়ো করে রাখা পুরনো ভাঙা বেড। সেখানে পানিও জমে আছে। পুরনো ফোমগুলো ময়লা আর পানি জমে ফুলে ঢোল। ওয়ার্ডের আবর্জনা সব গাদাগাদি করে রাখা। বাতাস এলেই উড়ে গিয়ে পড়ছে যেখানে সেখানে। রোগীসহ স্বজনরা যে কোথাও হাঁফ ছেড়ে দাঁড়াবে, সে জো নেই। এমনটাই দেখা গেলো রাজধানীর শিশু হাসপাতালে।

শিশু হাসপাতালে বৃষ্টি হলে মল ভাসে, অপারেশন থিয়েটারে মাছি! যে কেবিনে গুনতে হয় দিনে সাড়ে তিন হাজার টাকা, সেটার বাথরুমের হাতলে মরিচা। ভেতরে নোংরা ও বোঁটকা গন্ধ। ছাদের পলেস্তারা খসে পড়েছে এখানে সেখানে। ‘এগুলো বেডে থাকা শিশুর মুখে যদি পড়ে তবে কেমন অবস্থা হবে ভেবে দেখেন একবার’, প্রতিবেদককে উদ্বেগ নিয়ে বললেন এক রোগীর স্বজন।

শিশু হাসপাতালে বৃষ্টি হলে মল ভাসে, অপারেশন থিয়েটারে মাছি! স্বজনরা তো বটেই, শিশু হাসপাতালের চিকিৎসকরাও বলছেন, এ হাসপাতালের পরিবেশ এক কথায় ভয়ানক। পরতে পরতে নোংরা। সুস্থ শিশুও অসুস্থ হতে বাধ্য। এখানে কিছু দিন থাকলে বাড়ি ফিরতে হবে জীবাণু নিয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালটির একাধিক চিকিৎসক-কর্মকর্তা বলছেন, শিশুদের রোগ-প্রতিরোধ ক্ষমতা এমনিতেই নাজুক। অসুস্থ হয়ে আসা শিশুদের জন্য এ হাসপাতাল একেবারেই উপযুক্ত নয়।

হাসপাতালের কেবিনে শিশু নিয়ে থাকা এক বাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিআইপি কেবিনের ছাদ থেকে একটু একটু করে পলেস্তারা খসে পড়ে। রুমে এসি ছাড়লে পুরো ঘরে জলীয়বাষ্প জমে ঘর স্যাঁতসেঁতে হয়ে যায়। এসি বন্ধ করলে বাতাস চলাচলও বন্ধ। তখন শ্বাসকষ্ট হবে যে কারও। আবার জানালা খুলে দিলে ভুরভুর করে ঢোকে মশা। কক্ষের ভেতর বিপজ্জনকভাবে ঝুলে থাকে বিদ্যুতের তার। ফ্রিজ খুললে তেলাপোকা। বাতি নেভালে বিছানায়ও উঠে পড়ে।

শিশু হাসপাতালে বৃষ্টি হলে মল ভাসে, অপারেশন থিয়েটারে মাছি! সরেজমিনে শিশু হাসপাতাল ঘুরে দেখা যায় হাসপাতালের প্রধান ফটক থেকে পুরো হাসপাতাল জুড়ে আবর্জনার ছড়াছড়ি। সামান্য বৃষ্টি হলেই হাসপাতালের ভেতরে হাঁটুপানি জমে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রোগীসহ সবাইকে ওই পানি মাড়িয়েই হাসপাতালে ঢুকতে বের হতে হয়।

দোতলায় উঠতেই নদর্মার ড্রেন। সুয়ারেজ লাইনের কোথাও ঢাকনা নেই। বৃষ্টি হলে মলও ভেসে বেড়ায়। চিকিৎসকরা জানান, হাসপাতালের ভেতর এমন কোনও ওয়ার্ড-কেবিন নেই যেখানে তেলাপোকা, বিড়াল নেই। অস্ত্রোপচারের কক্ষে মাছিও ওড়ে!

এক চিকিৎসক বলেন, ‘নিয়ম অনুযায়ী একটি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ড থাকবে পরিষ্কার। অথচ ওটা মেডিসিন ওয়ার্ডের চেয়েও নোংরা। এখন সারা দুনিয়ায় কথা চলছে, পোস্ট অপারেটিভে দেওয়া অ্যান্টিবায়োটিক কীভাবে কমানো যায় তা নিয়ে। আর আমাদের এখানে পোস্ট অপারেটিভ ইনফেকশন রোধ করার জন্য হাই ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে চোখ বন্ধ করে।’

সার্জারি ওয়ার্ডের ফাঁকা বেডে দেখা গেলো আয়েশ করে ঘুমাচ্ছে বিড়াল। বছর দেড়েক আগে একটি শিশুকে বিড়াল মুখে নিয়ে দৌড় দিয়েছিল—এমন ঘটনাও নাকি ঘটেছে এই হাসপাতালে!

শিশু হাসপাতালে বৃষ্টি হলে মল ভাসে, অপারেশন থিয়েটারে মাছি!
চিকিৎসকরা বলছেন, শিশু হাসপাতালে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান ডোনেশন দিয়ে থাকেন। অথচ তার ছিটেফোঁটাও উন্নতিতে ব্যয় হয় না।

তারা বলছেন, শিশু হাসপাতালে যে আয় হয় সেটা দিয়ে বেসরকারি হাসপাতালের মতো সেবা দেওয়া সম্ভব। নীতি নির্ধারকদের যদি মানসিকতা থাকে, তবে শিশু হাসপাতালের আগাগোড়া শীতাতপ যন্ত্র লাগিয়ে দেওয়া যাবে।

এখন কিছু কাজ হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. প্রবীর কুমার সরকার। তিনি বলেন, ‘ড্রেনেজ সিস্টেম নিয়ে কাজ হচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কাজ শুরু হবে।’

শিশু হাসপাতালে বৃষ্টি হলে মল ভাসে, অপারেশন থিয়েটারে মাছি! বছরের পর বছর ধরে শিশু হাসপাতালের ড্রেনেজ সিস্টেমের এ অবস্থার কারণ সম্পর্কে তিনি বলেন, ১৯৭৪ সালে ১০০ রোগীর ধারণক্ষমতাসম্পন্ন এ হাসপাতালের ১২ ইঞ্চি ড্রেন করা হয়েছিলে, তারপর থেকে আর কেউ তা সংস্কার করেনি।

এখন রোগীর ধারণক্ষমতা অনুযায়ী দরকার ৩৫ ইঞ্চি ড্রেন। সঙ্গে রয়েছে পঙ্গু হাসপাতাল। সে হাসপাতালের ক্যান্টিনের পানিও এ ড্রেনে এসে পড়ে।

অপরিচ্ছন্নতা সম্পর্কে তিনি বলেন, ‘এখানে আমার বলার কিছু নেই, আমি আসলে পারছি না।’

/এফএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়