X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এলপিজির দাম নির্ধারণে ব্যর্থতা, বিইআরসি’র চেয়ারম্যানের বিরুদ্ধে রুল জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ২০:০১আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২০:২৩

সুপ্রিম কোর্ট

গণশুনানির মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি’র দাম নির্ধারণ করে প্রতিবেদন দাখিল না করায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে আগামী ১৫ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

রুলের প্রতিক্রিয়ায় কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলেছে, বিইআরসিকে ৩০ দিনের মধ্যে এলপিজি’র দাম নির্ধারণের আদেশ দেওয়া হলেও তারা তা করতে ব্যর্থ হয়েছে। রেগুলেটরি বডিই যদি আইন না মানে, তাহলে অন্য সংস্থাগুলো কী করবে। অন্যদিকে, বিইআরসির পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের লিখিত আদেশ হাতে না পেয়ে তারা কোনও মন্তব্য করতে চায় না।

রবিবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী।

আদালতের আদেশ অমান্য করায় কেন বিইআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না এবং কেন নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় তাকে শাস্তি দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়।

আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমলেও এলপিজি (সিলিন্ডার) গ্যাসের দাম আমাদের দেশে কমছে না বরং বেড়েই চলেছে। অথচ আইন কমিশনকে ক্ষমতা দিয়েছে মূল্য নির্ধারণের জন্য। কিন্তু কমিশনের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কোনও কাজ করেনি। আদালতের নির্দেশ প্রতিপালন না করে বরং তারা আদালত অবমাননা করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আমি এখনও আদালতের আদেশ হাতে পাইনি। পেলে বুঝতে পারবো কী করবো। তবে  আমি বলতে পারি যে আমরা প্রতিবেদন জমা দিয়েছি। আদালত আসলে কোনও বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন, তা বুঝেশুনে জবাব দেবো। এখন আর এই বিষয়ে কিছু না বলি।’

এদিকে ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, ‘বিইআরসি এলপিজির দাম নির্ধারণ করতে পারছে না মন্ত্রণালয়ের কারণেই। তারা প্রবিধানমালা তৈরি করে তা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করছে। অথচ রেগুলেটরি বডি হিসেবে এই কাজ তার একারই করার কথা। এদিকে আদালত অবমাননার বিষয়টি নিয়ে যে আদেশ ৩০ দিনের মধ্যেই করার কথা, তারা তা করতে পারেনি। এমনকি এলপিজির যেখানে দাম নির্ধারণ করার কথা, সেখানে বেসরকারি সংস্থাগুলো ওই সময় এলপিজির দাম বাড়িয়ে দিয়েছে অবৈধভাবে। রেগুলেটরি বডি হিসেবে সেই বিষয়টিও নিয়ন্ত্রণ করতে পারেনি কমিশন। এটি আইনের দিক থেকে অবশ্যই ব্যর্থতা বিইআরসির।’

এর আগে ক্যাবের দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ২৫ আগস্ট বিইআরসিকে গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ দেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আদেশটি প্রতিপালনে কোনও ধরনের উদ্যোগ নেয়নি। এমনকি তারা আদালতে প্রতিবেদনও দাখিল করেনি। তাই সুনির্দিষ্টভাবে আদেশ প্রতিপালন না করায় বিইআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন হাইকোর্ট।

/এসএনএস/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!