X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
জেমস-তুহিনের ‘বিধাতা’

১০ দিনে দেড় লাখ ছুঁই ছুঁই

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৬, ১৭:৩৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৯:০৫

নতুন বছরে জেমস-শফিক তুহিন ভক্তদের জন্য প্রথম উপহার ছিল ‘বিধাতা’ গানটি। গেল ১২ জানুয়ারি ইউটিউবে এটি প্রকাশ পায়। টাইগার মিডিয়া থেকে প্রকাশিত এ গানটি গেল দশ দিনে ব্যাপক সাড়া ফেলেছে অন্তর্জাল দুনিয়ায়। রাত পোহালেই ছুঁয়ে যাবে দেড় লাখের ঘর! এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হলো এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশত আটাশি বার।

জেমস আর গানটির ইউটিউব কমেন্ট বক্সে বইছে প্রশংসার ঝড়। যেখানে বেশিরভাগ শ্রোতাই বলছেন, ‘অ্যাওসাম সঙ, হ্যাটস অব গুরু জেমস।’ আবার অনেকেই লিখছেন, ‘গানটির কথা যেমন সুন্দর, গুরুর গায়কীও তেমন জোস।’ কেউ আবার গানটির গিটার বাদন নিয়ে প্রশংসা করছেন। অনেকেই বলছেন, ‘গানটিচ যতবার শুনছি, মন ভরছে না। তাই বার বার শুনি।’ বছরের প্রথমেই গানটির এমন ভাইরাল পরিনতিতে বেশ খুশি নগরবাউল জেমস।

আর গীতিকার-সুরকার শফিক তুহিন বলেন, ‘‘বছরের শুরুতেই ভালো রিসিপশন পেলাম গানটি থেকে। আমি কৃতজ্ঞ ‘সইুটহার্ট’ ছবিটির প্রযোজক-পরিচালকের কাছে। ধন্যবাদ জানাতে চাই জেমস ভাইকে। যার কণ্ঠ ছাড়া এই গানটা আসলে গানই হয়ে উঠতো না। আর ভালোবাসা অগনন সব শ্রোতাদের।’’

জেমস ও শফিক তুহিন শফিক তুহিনের কথা-সুর-সংগীতে ভিন্ন ধারার এ গানটি স্থান পাচ্ছে ওয়াজেদ আলী সুমনের ‘সুইট হার্ট’ ছবিতে। ছবিটি ১২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এতে প্রথমবারের মতো অভিনয় করেছেন রিয়াজ ও বিদ্যা সিনহা মিম।
এতে আরও অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা ও উৎপল। ছবিটির গল্প লিখেছেন এস রেজা। সংলাপ লিখেছেন মো: রফিকুজ্জামান ও আবদুল্লাহ জহির বাবু। প্রযোজনা করেছে ডিজিটাল মুভিজ।

গানটি শুনতে ক্লিক করুন:

/এস/এমএম/

সম্পর্কিত
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র