X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

মধ্যবর্তী নির্বাচন দাবি করলেন কর্নেল অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১৫:২৯আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৫:৩৬

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সমসাময়িক সংকট ও জঙ্গিবাদ মোকাবেলায় একটি নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচন হচ্ছে সমাধান। যে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দেশে উন্নয়ন কার্যক্রম হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। তবে উন্নয়ন কখনও গণতন্ত্রের বিকল্প হতে পারেন না। আবার গণতন্ত্রহীন উন্নয়নও কাম্য নয়। কোনও কাজ হবে না বলেও মন্তব্য করেন ২০ দলীয় জোটের এই নেতা।

কর্নেল (অব.) অলি আহমেদ

শনিবার রাজধানীর সুন্দরবন হোটেলে সমসাময়িক পরিস্থিতির ওপর সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলাপ-আলোচনা করতে হবে। সংবিধান তো কোরআনের আয়াত নয়, যে পরিবর্তন করা যাবে না।

সম্প্রতি খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্যের প্রক্রিয়া বিষয়ে জোটের এই নেতা বলেন, ২০ দলীয় জোট তো আছেই। এর বাইরে যাদের কাছে যাওয়া হচ্ছে, এ ব্যাপারে আরও সতর্কতার প্রয়োজন। যাদের সঙ্গে ঐক্য নিয়ে কথা হচ্ছে, তাদের নিজেদের জোটও ছিল। ভেঙে গেছে।

অলি বলেন, ২০ দলীয় জোট গঠনের আগে পরে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তারা খালেদা জিয়ার জোটে আসেনি। জোটের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। তাদের কেউ কেউ  ধান্ধাবাজ, কেউ দুর্নীতিবাজ। আলোচনা শুরুর আগে সতর্ক হওয়া উচিৎ ছিল।

জাতীয় ঐক্যের আলোচনার ক্ষেত্রে আরও সতর্ক হতে বিএনপিকে পরামর্শ দেন কর্নেল অলি।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের ব্যাপারে আদালত রায় দিয়েছেন। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা সঠিক নয়। বিচারে যে সিদ্ধান্ত আসে, সে সিদ্ধান্ত সবার জন্য প্রযোজ্য।

সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব সাদাত হোসেন সেলিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/টিএন/

আরও পড়ুন: ‘সংসার মানে তুমি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন ১১ প্রার্থী
দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন ১১ প্রার্থী
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চার বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল, এমপিওভুক্তি নিয়ে প্রশ্ন
চার বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল, এমপিওভুক্তি নিয়ে প্রশ্ন
টিভিতে আজকের খেলা (১৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল