X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জিনপিংয়ের সফর: সুফল পেতে চায় আওয়ামী লীগও

পাভেল হায়দার চৌধুরী
১১ অক্টোবর ২০১৬, ১১:৫৪আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১১:৫৬

আওয়ামী লীগ কেবল সরকার নয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বাংলাদেশ সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগও। দলের নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা মনে করছেন, ক্ষমতাসীন দল হিসেবে এ সফরের সুফল আওয়ামী লীগও পাবে। এ ছাড়া এ সফরের মধ্য দিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের পারষ্পারিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশাবাদী তারা।

নীতি-নির্ধারকরা বলছেন, জিনপিংয়ের সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ আশা করছে সরকার; আওয়ামী লীগও। প্রায় ২৫টি বড় প্রকল্পে চুক্তিবদ্ধ হওয়ার একটি সম্ভাবনার কথা জানা গেছে। এসব চুক্তি হলে আর্থ-সামাজিক উন্নয়ন যেমন ঘটবে, তেমনি জনপ্রিয়তা বাড়বে আওয়ামী লীগের। আর এই জনপ্রিয়তা শেখ হাসিনার নেতৃত্বকে দেশ-বিদেশে প্রশংসিত করবে।

নীতি-নির্ধারকরা বলছেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশ-বিদেশে এখনও যারা প্রশ্ন তোলেন, সমালোচনা করেন, তাদের সেই প্রশ্ন কিংবা সমালোচনা জিনপিংয়ের সফরের মধ্য দিয়ে দূর হবে। এ নিয়ে আওয়ামী লীগের ভেতরে কোনও অস্বস্তি থাকলে, তাও কেটে যাবে। আর শক্তিশালী একটি দেশের রাষ্ট্রপ্রধানের সফর অন্যান্য রাষ্ট্রকেও বাংলাদেশের প্রতি আকৃষ্ট করবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘জিনপিংয়ের সফর আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের জনগণের জন্যে নিঃসন্দেহে সুসংবাদ। সরকার চীনকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে চায়। এতে সফল হলে এক নতুন যুগের সূচনা হবে।’

দলের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজনৈতিকভাবে চিন্তা করলে এই সফর আওয়ামী লীগকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই সফরে এ যাবৎ কালের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগ করতে পারে বাংলাদেশ। তা নিশ্চিত হলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে-বিদেশে প্রসংশিত হবে।’

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘স্বনির্ভর ও শক্তিশালী একটি দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফরে আসছেন- এটি সরকারের জন্য যেমন আনন্দের, আওয়ামী লীগের জন্যও। এ সফর শেখ হাসিনার নেতৃত্বকে আরও উচ্চতায় নিয়ে যাবে।’

ক’দিন পরেই আওয়ামী লীগের ২০তম সম্মেলন। তবে সম্মেলনের চেয়ে জিনপিংয়ের সফরের দিকেই বেশি মনোযোগ দলটির। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ফারুক খান বলেন, ‘চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর অবশ্যই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বড় একটি অর্জন। সরকারের কূটনীতি কতোটা সফল, এই সফর তা প্রমাণ করবে।’

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, জিনপিংয়ের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মেলন সংক্রান্ত কর্মকাণ্ডে তেমন নজর রাখছেন না। সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও ব্যস্ত জিনপিংয়ের সফর নিয়ে। সম্মেলনের কাজে এখনও তেমন সক্রিয় হননি তিনি।

জানা গেছে, আগামী ১২ অক্টোবর সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগ জাতীয় কমিটির সভা আহ্বান করা হয়েছিল। কিন্তু জিনপিংয়ের সফরের কারণে শেখ হাসিনার নির্দেশে বৈঠকটি পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়েছে।

/এআরএল/

আরও পড়ুন: 

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘টর্চার সেল’ বানিয়ে নির্যাতনের অভিযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ