X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

আ. লীগের সম্মেলন: নেতৃত্বের আশায় বুক বেঁধেছে তরুণরা

এমরান হোসাইন শেখ
২১ অক্টোবর ২০১৬, ২২:৪৯আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১২:২০

আ. লীগের সম্মেলন: নেতৃত্বের আশায় বুক বেঁধেছে তরুণরা
আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দলের তরুণ সদস্যরা ব্যাপক উজ্জীবিত। আগামী দিনের দায়িত্ব আসতে পারে- এমন আশায় বুক বেঁধেছেন তারা। তরুণদের আশা, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোরাম কার্যনির্বাহী সংসদে একটি পদ পাওয়া। বিশেষ করে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কমিটিতে তরুণদের প্রাধান্য দেবেন- এমন ইঙ্গিত পেয়ে দৌড়ঝাপ শুরু করে তরুণরা। অন্যদিকে প্রধানমন্ত্রীর ওই ইঙ্গিতে পদ হারানোর ভয় ঢুকেছে অনেক জ্যেষ্ঠ নেতার মধ্যে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বরাবরের মতো এবারও নবীণ-প্রবীণের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি হবে, এমন ধারণা ছিল নেতাদের। সেই হিসাব করে বর্তমান কমিটির নেতাদের কেউ পদ ধরে রাখার, কেউ বা পদোন্নতির আশায় ছিলেন। কিন্তু গত ১৫ অক্টোবর জাতীয় কমিটির বৈঠকে শেখ হাসিনার একটি মন্তব্যের পর সেই হিসাব পাল্টে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে কয়েক নেতাকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা এত তরুণ বয়সে নেতা হয়েছেন। এবার তরুণরাই নেতা হোক, কী বলেন? তাছাড়া এখনই তো চারা গাছ রোপনের সময়।’

জানা গেছে, শেখ হাসিনার এমন বক্তব্যে দলের অনেক প্রবীণ নেতা হতাশ হয়েছেন। পদোন্নতি তো দূরের কথা, বর্তমান পদ হারানোর ভয় ঢুকেছে তাদের মধ্যে। অন্যদিকে শেখ হাসিনার এই বার্তায় তরুণদের মধ্যে উৎসাহ বেড়ে গেছে। বিশেষ করে সহযোগী সংগঠনের কিছু নেতা, ছাত্রলীগের সাবেক নেতা, সহ-সম্পাদকদের ভেতরে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। এর অংশ হিসেবে ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে তরুণদের আনাগোণা বেড়েছে। সম্মেলনের কাজেও সক্রিয়তা বাড়ছে তাদের।

প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় ও তাজউদ্দিন আহমেদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন, এমন খবরে তরুণদের উৎসাহ আরও বেড়েছে। তারা মনে করছেন, এই দু’জন পদ পেলে কাজ করার জন্য তারা তরুণদেরই বেছে নেবেন।

তবে দৌড়ঝাপ করলেও পদ প্রত্যাশি তরুণরা গনমাধ্যমে কথা বলতে রাজি নন। নেতৃত্ব পাওয়ার আগে কথা বললে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান উপ-কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় সভাপতি তরুণ নেতৃত্ব চান, এমনটা আমরা জেনেছি। আর তরুণদের নেতৃত্ব দিলে ছাত্রলীগের সাবেক নেতারা প্রাধান্য পাবেন বলে আমরা মনে করি।’

নতুন কমিটিতে তরুণ নেতৃত্ব প্রাধান্য পাবে, এমন ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে আগামী দিনের জন্য আওয়ামী লীগের শক্তিশালী ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হবে। এ ক্ষেত্রে আমরা তরুণ নেতৃত্বকেই ‍গুরুত্ব দিতে চাই। কারণ, তরুণরা চিন্তা ও চেতনায় দৃঢ়। তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে নতুন সংকল্প নিয়ে দল এগিয়ে যাবে, এটাই আমরা চাই।’

/এআরএল/

আরও পড়ুন: 

কী হবে সেটা নেত্রী আর আমি জানি: আশরাফ
রাজধানীতে যেন ঈদ

 

সম্পর্কিত
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র