X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘তার সঙ্গে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১৭:৩২আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৯:০০

সৈয়দ আশরাফ ও ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ২০তম সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সাধারণ সম্পাদক নির্বাচন। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে হয়েছে বিস্তর আলোচনা, গণমাধ্যমের কাছেও এটিই ছিল চুম্বক আকর্ষণ। দায়িত্বরত সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে আলোচনায় ছিল সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামও। কিন্তু রবিবার কাউন্সিল অধিবেশনের দিনে সাধারণ সম্পাদক নির্বাচনের সময় এলে চমক দেন সৈয়দ আশরাফুল ইসলাম নিজেই। দলের সবাইকে অবাক করে দিয়ে তিনি নিজেই সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে বিপুল কণ্ঠভোটে তা পাস হয়ে যায়। এ ঘটনায় সৈয়দ আশরাফুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।   

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে সোমবার দুপুর দুইটায় ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এজন্য দলীয় সভাপতি শেখ হাসিনা ও সৈয়দ আশরাফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ চমক শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার।

সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ সম্পর্কে তিনি বলেন ‘আমার অগ্রজ আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাকে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। আমি খুব অবাক হয়েছি যে তিনি সব কিছু খুব সহজ করে নিয়েছেন। আজ মন্ত্রিসভার বৈঠকে তার সঙ্গে আমার দেখা হয়েছে। বিচলিত কিংবা হতাশার কোনও ছবি তার মুখমণ্ডলে দেখিনি। বরং আজকে তাকে অনেক প্রাণবন্ত দেখেছি। দায়িত্বপালন করতে গিয়ে তার সঙ্গে মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর হবে না ‘

এ সময় সম্মেলনের চমক সম্পর্কে তিনি বলেন, ‘অনেকেই চমক কী সেটা জানতে চেয়েছেন। চমক হলো আমার নাম প্রস্তাব সৈয়দ আশরাফই করেছেন। এটাই চমক। এটাই শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াকে নিজের রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি বলেও জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে দলের সভাপতি ও তৃণমূল থেকে আসা কাউন্সিলরদের অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর বিনিময়ে দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন কাদের।

তিনি আরও বলেছেন, আগে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে সড়ক ও সেতু দেখার পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীদের বিভিন্ন অভিযোগ শুনতাম কিন্তু কিছু করার ছিল না। এখন অথরিটি পেয়েছি। এখন সড়ক আর সেতুও দেখবো তাদের অভিযোগ শুনে সমস্যার সমাধানও করবো।

/পিএইচসি/টিএন/   

আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যে আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ