X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ২২:০০আপডেট : ২৮ মে ২০১৭, ২২:১২

এতিম ও আলেমদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার প্রতিবছরের মতো এবারও রমজানের প্রথম দিনে বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও শিক্ষক-আলেমদের সঙ্গে ইফতার করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (২৮ মে) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এই ইফতার আয়োজন করা হয়। ইফতারের আগে খালেদা জিয়া আলেম ও এতিমদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইফতারের আগে মঞ্চে উঠে নিজের চেয়ার থেকে দূরে বসানো দুই শিশুকে নিজের কাছে বসিয়ে ইফতার করেন বিএনপিপ্রধান। বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মমতাবোধের জায়গা থেকেই খালেদা জিয়া ওই দুই শিশুকে পাশে বসিয়ে ইফতার করেছেন।
ইফতারের আগে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয় (ছবি- ফোকাস বাংলা) শায়রুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাশে বসা দুই এতিম শিশুর সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া। তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, পরিবার ও পড়ালেখার খোঁজ-খবর নিয়েছেন।’
বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, ইফতারে তেজগাঁও রহমতে আলম মিশন, ফকিরেরপুল মাদ্রাসা ও এতিমখানা এবং শান্তিনগর এতিমখানার দুই শতাধিক এতিম শিক্ষার্থী অংশ নেন। এসময় সাইয়িদ কামাল উদ্দিন জাফরী, মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আব্দুল মোমেন নাছেরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলনায়তনে প্রবেশ করে এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া (ছবি- ফোকাস বাংলা) শায়রুল বলেন, ‘বিকাল ৬টা ২০ মিনিটে মিলনায়তনে প্রবেশ করেন খালেদা জিয়া। এসময় বিভিন্ন টেবিলে বসা মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।’ ইফতার শুরুর আগে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বলে জানান শায়রুল।
ইফতারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, আবদুস সালাম প্রমুখ অংশ নেন।
/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?