X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিএনপির কমিটি গঠনের পর প্রথমবারের মতো আ.লীগ নেতাকর্মীদের যোগদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১৭:০০আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:০৪

 

ফরিদপুরে শামা ওবায়েদের হাত ধরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান ২০১৬ সালের ৬ আগস্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের পর এই প্রথমবারের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৬ মে ) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের হাত ধরে আওয়ামী লীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী রাজনীতিতে যোগদান করেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, মহাজোটের কয়েকটি শরিক দল থেকেও নেতাকর্মী বিএনপিতে যোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে জাতীয় পার্টি থেকে কয়েকজনের যোগ দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ফরিদপুর জেলার নগরকান্দার লস্করদিয়া ডাঙ্গী ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান মোল্লার নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মী শামা ওবায়েদকে  ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। শামা ওবায়েদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘গত শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। এটি নিঃসন্দেহে জাতীয়তাবাদী রাজনীতির জন্য শুভ সংবাদ। আগামী দিনে আরও নেতাকর্মী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে যুক্ত হবে।’

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির নতুন কমিটি গঠনের পর তৃণমূলে যোগদানের ঘটনা এটাই প্রথম। বিশেষ করে দলীয় প্রধানের ভিশন ২০৩০ ঘোষণার পর থেকে রাজনীতিতে যে পরিবর্তনের সুর এসেছে, এর ছোঁয়া তৃণমূলেও লেগেছে। আগামী দিনে এ ধরনের যোগদান আরও দেখা যেতে পারে।’

জানা গেছে, বিএনপিতে নতুনদের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, এমন নেতাদের মধ্যে অন্যতম শামা ওবায়েদ। একাধারে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগেও কাজ করছেন তিনি। কমিটিতে ফরিদপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েই ঘনঘন যাতায়াত বেড়েছে এলাকায়। তিনি জানান, ‘দলের দায়িত্ব পেয়ে ভালোভাবে কাজ করার চেষ্টা করছি। আগামী দিনেও এর প্রভাব দেখা যাবে।’

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ইতোমধ্যে মহাজোটের শরিক জাতীয় পার্টির কয়েকজন সাবেক সংসদ সদস্যের সঙ্গে আলোচনা চলছে। খুব দ্রুতই এর ফলাফল দেখা যাবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘ভিশন ২০৩০ ঘোষণার পর সারা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের নানা দিক বেরিয়ে এসেছে। শুধু ক্ষমতাসীন দল নয়, অন্যান্য দল থেকেও নেতাকর্মী বিএনপিতে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।’

 /এসটিএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

সহায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে: বিএনপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি