X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মেয়র পদে আ.লীগের মনোনয়ন ফরম তুললেন আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১৬:২৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:০০

আতিকুল ইসলাম (ইন্টারনেট থেকে সংগৃহীত ফাইল ছবি)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। তিনিসহ এ পর্যন্ত ৫ ব্যক্তি ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করলেন।

শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে তার পক্ষে প্রতিনিধিরা এসে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে আজ  শনিবার (১৩ জানুয়ারি)সকাল থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

এদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এসে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আতিকুল ইসলামের পক্ষে তার প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তার নির্বাচনি সমন্বয়ক একেএম মিজানুর রহমান, সহকারী সমন্বয়ক ইমতিয়াজ মঈনুল ইসলাম। এর আগে সকালে ফরম সংগ্রহ করেন রাসেল আশেকী এবং আদম তমিজি হক, মো.শাহ আলম ও মো. ফরহাদ হোসেন নামে চার ব্যক্তি।

ডিএনসিসি’র মেয়র পদে আ.লীগের প্রার্থী হতে ইচ্ছুক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়করা

উল্লেখ্য, মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে ডিএনসিসিতে মেয়র পদে উপনির্বাচন হতে যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে একজন সুপরিচিত ব্যবসায়ী নেতাকে আওয়ামী লীগের  প্রার্থী করার ব্যাপারে আগ্রহ দেখান প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর বেশ কয়েকজন ব্যবসায়ী এ বিষয়ে আগ্রহ দেখালে প্রধানমন্ত্রী নিজেই বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামের ব্যাপারে দলের সম্পাদকমণ্ডলীর সভায় জানতে চান। এরপরই আতিকুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কাউকে ডিএনসিসির মেয়র পদের উপনির্বাচনে প্রার্থী করা হয়নি। মনোনয়ন বোর্ড যথাযথ প্রক্রিয়া মেনেই একজন যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দেবে। চলমান মনোনয়ন ফরম বিতরণ এই আনুষ্ঠানিক প্রক্রিয়ারই অংশ।   

/পিএইচসি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ