X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সংবিধান থেকে এক চুলও নড়া হবে না: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৩

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম (ফাইল ছবি) সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে হবে। সংবিধান থেকে এক চুলও নড়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় যেসব শর্ত দিয়েছেন তার কোনোটাই পূরণ হওয়ার না। সংবিধান থেকে এক চুলও নড়া হবে না।’

রবিবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। কারা নির্বাচনে অংশগ্রহণ করলো আর কারা করলো না সেদিকে সরকার তাকাবে না। কারও জন্য জাতীয় নির্বাচন থেমে থাকবে না।’

বিএনপি নেতাদের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘তারা সবসময় একটা কথা বলে নিম্ন আদালত সরকারের অধীনে। সব ফরমায়েশি রায় বিএনপি আমলে হয়েছে, আমাদের আমলে না। আওয়ামী লীগের আমলে বিচার বিভাগ স্বাধীন। অহেতুক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে তারা। নির্বাচনের বছরে এসে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বিএনপি।’

কামরুল ইসলাম বলেন, ‘এতো বছর ধরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা চলছে। বারবার দেরি করে অহেতুক বিলম্ব করেছে তারা। তাদের উদ্দেশ্যই ছিল নির্বাচনের বছরে এই রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা।’

বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা যতই টালবাহানা করুন, যতই বিলম্বিত করুন না কেন, নির্বাচন যথা সময়েই হবে। নির্বাচন বাধাগ্রস্ত করার সুযোগ আপনাদের নেই। মামলার রায় আদালতের বিষয়। আদালত ভালো জানেন রায় কী হবে। রায়কে কেন্দ্র করে কোনও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে এর পরিমাণ ভয়াবহ হবে। সেদিন আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে, এরপর আর দেবে না। আমরা কোনও ছাড় দেবো না।

আরও পড়ুন:
বঙ্গবন্ধু আরও ৩-৪ বছর সময় পেলে দেশ পিছিয়ে থাকতো না: প্রধানমন্ত্রী

/এসও/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
গোপালপুর উপজেলা পরিষদগরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে