X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘ভোট আকর্ষণের’ বাজেট প্রত্যাখান বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ২০:৫৫আপডেট : ০৭ জুন ২০১৮, ২১:০৫

ইফতার মাহফিলে খন্দকার মোশাররফ হোসেনসহ অন্যরা ২০১৮-১৯ অর্থবছ‌রের বা‌জেট প্রত্যাখ্যান ক‌রে‌ছে বিএন‌পি। দল‌টির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন ব‌লে‌ছেন, ‘ঘো‌ষিত বা‌জেট জনকল্যাণমুখী নয়। এই বা‌জেট নির্বাচনি বছ‌রে ভোট আকর্‌‌ণের ঘাট‌তি বা‌জেট। যেটা কখনও বাস্তায়ন সম্ভব হ‌বে না। আমরা ২০১৮-১৯ অর্থবছ‌রের পেশকৃত বা‌জেট প্রত্যাখ্যান কর‌ছি। আমরা এর প্রতিবাদ করছি।’

বৃহস্পতিবার (৭ জুন) রাজধানী‌তে বাংলাদেশ কল্যাণ পা‌র্টি আয়োজিত ‌দোয়া ও ইফতার মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

এদিনই জাতীয় সংসদ অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বাজেটের আকার চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিনিয়োগ কম হবে, আমদানি-রফতানি কম হবে— এ কারণে এই বাজেট লোক দেখানো এবং ভোট আকর্ষণের বাজেট। এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। গত বাজেট বাস্তবায়নের মান দেখে এবার সহজে এটা বোঝা যায়, সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে না। রাজস্ব আদায় করতে পারবে না। সংখ্যা বেশি, বিশাল বাজেট— এ কারণে নির্বাচনের বছরে ভোট আকর্ষণের বাজেট দেওয়া হয়েছে।’

ঋণের বোঝা বা‌ড়ি‌য়ে ঋণনির্ভর বা‌জেটের মাধ্য‌মে রাজস্ব আদা‌য়ের টা‌র্গেট সম্ভব হ‌বে না উল্লেখ করে তিনি বলেন, ‘ঘো‌ষিত বা‌জে‌টে ধনী‌কে আরও ধনী এবং দ‌রিদ্র‌কে আরও দ‌রিদ্র করার প‌রি‌বেশ সৃ‌ষ্টি ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। এ বাজেটে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। সরকার প্রত্যাশা নিয়ে একটি বড় বাজেট করেছে।’

সরকার গত বছরের বাজেট বাস্তবায়ন করতে পারেনি দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গত বছরের বাজেটও ব্যাপক কাটছাঁট করেছে তারা। গত বছরের সংশোধিত বাজেটে যে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল, সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। এবার আরও ৬৪ হাজার কোটি টাকা বেশি, এই লক্ষ্য অর্জন করা সম্ভব না।’

খন্দকার মোশাররফ হো‌সেন বলেন, ‘বর্তমান স্বৈরাচারি সরকার আজকে একটি বাজেট দিয়েছে। ইতোমধ্যে এ বাজেট সংসদে উত্থাপন করা হয়েছে। বাজেটে মূল ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বাজেট হচ্ছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা, আর ঘাটতি হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ২ শত ৯৩ কোটি টাকা।’

বাজেট বাস্তবায়নের জন্য আর্থিক সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতা নেই অভিযোগ করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাজেটে রাজস্ব আদায়ের জন্য যে টার্গেট করা হয়েছে, সেটাও সম্ভব হবে না। জনগণের পকেট থেকেই এ ঘাটতি পূরণ করতে হবে।’

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব এম. এম. আমিনুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ফোরকান ইবরাহিম, অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ, অ্যাডভোকেট আজাদ মাহবুব, ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না প্রমুখ।

 

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল