X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ড. কামালের ষড়যন্ত্রের ঐক্য কোনও ফল দেবে না: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৪

ড. কামালের ষড়যন্ত্রের ঐক্য কোনও ফল দেবে না: মেনন

ড. কামাল হোসেনের নেতৃত্বে বিরোধীদের ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেছেন, ‘ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যের মূলশক্তি থাকবে বিএনপি- জামাত। ড. কামাল ও বদরুদ্দোজা চৌধুরী থাকবেন শুধু স্বাক্ষী গোপাল মাত্র। ষড়যন্ত্রের এই ঐক্য কোনও ফল দেবে না। আন্দোলন দূরে থাক, তারা একত্রে কোনও কাজই করতে পারবেন না।’

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহজাহানপুরের ১১ নম্বর আওয়ামী লীগ ওয়ার্ড কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

ড. কামাল হোসেনের নেতৃত্বে নতুন ঐক্যে বিএনপি'র সংশ্লিষ্টতা বিষয়ে সমালোচনা করে রাশেদ খান মেনন আরও বলেন, ‘ড. কামাল হোসেনের মতো জনবিচ্ছিন্ন ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনটি এখন জগাখিচুড়ি অবস্থায় দাঁড়িয়েছে। যেখানে বিএনপি গত ৯ বছরে ৯টি আন্দোলনও করতে পারেনি, সেখানে এই ঐক্য আন্দোলনের ডাক দিয়ে সরকার পতনের কথা বলছে। আন্দোলন তো দূরের কথা, এই ঐক্য আসলে তাদের মধ্যে কোনও ঐক্যই আনতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়নের কাছে তাদের ষড়যন্ত্রের ঐক্য ধুয়ে বিলীন হয়ে যাবে।’

বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের বর্তমান সরকারের আমলে বাংলাদেশ অবিশ্বাস্য উন্নয়নের পথে এগিয়ে গেছে। বাংলাদেশ এবছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। গত দু'বছর ধরে জাতীয় প্রবৃদ্ধি ৭ শতাংশ এর কোটা ছাড়িয়ে গেছে। দেশের জিডিপি বেড়েছে কয়েকগুণ। এই সময়কালে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্যসেবা প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ কেবল আন্তর্জাতিক স্বীকৃতি পায় নাই,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের কাছ থেকেও বিরল সম্মাননা পেয়েছেন। সুতরাং এই সরকারকে জনবিচ্ছিন্ন লোকের নেতৃত্বে আন্দোলনের ভয় দেখিয়ে কোনও ফায়দা হবে না।’

সভায় ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইসমাত জামিল লাভলু, শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার প্রমুখ।

 

/সিএ/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ