X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি ছাড়াই ঐক্যফ্রন্টের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১৭:২৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩৮

 

বৈঠকে অংশ নিতে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের নেতাদের কয়েকজন

অন্যতম প্রধান শরিক হলেও বিএনপির প্রতিনিধির অনুপস্থিতিতেই চলছে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শুরু হয়। ৫টা ৫০ মিনিটে বৈঠক শেষ হয়। এতে বিএনপির কোনও প্রতিনিধিই অংশ নেননি।

এ বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি মিটিংয়ের খবর জানি না। আমাকে জানানো হয়নি, এটা আমি বলতে পারি। তাই বলতে পারবো না কিসের মিটিং।’
ঐক্যফ্রন্ট সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কর্মকৌশল নির্ধারণ এবং জাতীয় সংলাপের বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বিকাল ৪টায় শুরুর কথা থাকলেও বিকাল ৫টার দিকে বৈঠক শুরু হয়।
ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মদ মুনসুর প্রমুখ।
এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধারণা করছি সংলাপের বিষয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচন পরবর্তী কর্মকৌশলসহ সব বিষয়েই আলোচনা হতে পারে।’
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত বৈঠকে বিএনপির কোনও প্রতিনিধি অংশ নিতে আসেননি। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও বৈঠকে অংশ নেননি। এ বিষয়ে জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

আরও পড়ুন: ঐক্যফ্রন্টে বিন্দুমাত্র অনৈক্য নেই: গণফোরাম

/এসটিএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতিসহ ৬৪ নেতাকর্মী
আজকের মধ্যেই ইশরাককে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
সর্বশেষ খবর
ঢাকার সেরা এসব চা খেয়েছেন তো?
ঢাকার সেরা এসব চা খেয়েছেন তো?
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিমান বাহিনীর সাবেক সদস্যের মৃত্যু
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিমান বাহিনীর সাবেক সদস্যের মৃত্যু
করিডোর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা
করিডোর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নাই: নিরাপত্তা উপদেষ্টা
‘আ.লীগের দোসর ধরিয়ে দেওয়ার নামে মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না’
‘আ.লীগের দোসর ধরিয়ে দেওয়ার নামে মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না’
সর্বাধিক পঠিত
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে