X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সরকার আগে থেকে সব হল বুকিং দিয়ে রেখেছে: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৪

 

সংবাদ সম্মেলনে আসম আব্দুর রব একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অনিয়মের’ গণশুনানি করার জন্য কোথাও হলরুম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও জেএসডির সভাপতি আসম আব্দুর রব। তিনি বলেন, ‘২৪ ফেব্রুয়ারি আমরা গণশুনানি করবো বলে সরকার আগে থেকে সব হল বুকিং দিয়ে রেখেছে। আমাদের কোনও হল দেওয়া হচ্ছে না।’

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং ও সমন্বয় কমিটির এক যৌথসভা হয়।

আসম আব্দুর রব বলেন, ‘সরকারের সব বাধা উপেক্ষা করে আকাশের নিচে যেখানে জায়গা পাবো, সেখানেই গণশুনানি করবো। সরকারের পক্ষ থেকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমরা গণশুনানি করবোই।’

রব বলেন, ‘ভোট নিয়ে সরকার যে নকরামি করছে, এর জবাব গণশুনানিতে দেবো। সারাদেশে যাদের গুলি করা হয়েছে, নিহত-আহত হয়েছে, যারা জেলে ছিলেন এবং আছেন, তাদের প্রতিনিধিদের শুনানিতে আসার আহ্বান জানাচ্ছি। যেসব নির্বাচনি এলাকায় সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন করা হয়েছে, তাদের প্রাধান্য দিয়ে গণশুনানি  করবো আমরা।’

জেএসডির সভাপতি বলেন, ‘শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ থেকেই সব প্রার্থীদের চিঠি দেওয়া হবে। যেসব রাজনৈতিক দল গত নির্বাচন প্রত্যাখ্যান করেছে, তাদেরও গণশুনানিতে অংশ নিয়ে মতামত তুলে ধরার জন্য আহ্বান জানাবো। তাদেরও চিঠি দেবো আমরা।’

গণশুনানি সফল করতে আগামীকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির এবং মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্টিয়ারিং কমিটির বৈঠক হবে বলেও জানান রব।

বৈঠকে উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, বিএনপির নেতা আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঐক্যফ্রন্টের নেতা হাবিবুর রহমান তালুকদার, জগলুল হায়দার আফ্রিক ও জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ