X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলের বিদায় ঘণ্টা বেজে গেছে: হানিফ

মাহবুব হাসান, চট্টগ্রাম থেকে
০২ মে ২০১৯, ২০:৫০আপডেট : ০২ মে ২০১৯, ২৩:৩২

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার গণসংবর্ধনা অনুষ্ঠান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ওপর দলটি আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর তার দলের শীর্ষনেতাদের আস্থা নেই বলেই তাকে শপথ নিতে দেওয়া হয়নি। সংসদে যেতে দেওয়া হয়নি। তার মানে মির্জা ফখরুলের বিদায়ঘণ্টা বেজে গেছে।’

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনার জন্য আমাদের দুঃখ হয়। দলের নির্বাচিত পাঁচজনকে শপথ নিতে দিলেও আপনার ওপর আস্থা রাখতে পারেননি বলেই বিএনপির শীর্ষনেতারা আপনাকে শপথ নিতে দেয়নি। এত বড় লজ্জার পরও আপনি কীভাবে বিএনপির হয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’

পদ্মা সেতু ও চট্টগ্রামে টানেলের প্রয়োজন ছিল না—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা সব সময়ই সরকারের সব উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়ায়। অথচ তাদের আমলে এমন কোনও উন্নয়নমূলক কাজ দেশের মানুষ দেখেনি। আসলে বিএনপি-জামায়াত ঘৃণ্য দল। দেশের মানুষ তাদের ঘৃণা করে বলেই একাদশ নির্বাচনেও বয়কট করেছে।’

‘ফণী’ মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে হানিফ বলেন, ‘‘ফণীর আঘাতে যাতে মানুষের কোনও ক্ষতি না হয়, কোনও প্রাণহানি না ঘটে; সেজন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এরপরও রিজভী আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী কোনও ধরনের প্রস্তুতি না নিয়েই বিদেশে চলে গেছেন।’ এত বড় মিথ্যাচার কীভাবে করতে পারলেন বিএনপির এই আবাসিক প্রতিনিধি? বিএনপি ক্ষমতায় থাকাকালে ১৯৯১ সালে এই চট্টগ্রামে বহু লোক মারা যাওয়ার পর খালেদা জিয়া বলেছিলেন, ‘যত লোক মারা যাওয়ার কথা, তারচেয়ে কম লোক মারা গেছে।’’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কয়েকটি বৈঠক করে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির নির্দেশনা দিয়ে গেছেন বলে জানান হানিফ।

এদিকে ঘূর্ণিঝড় ফণীতে দেশের মানুষের যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য মসজিদে মসজিদে দোয়া মাহফিল করা হবে বলে জানান আওয়ামী লীগের এই নেতা।

বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ

হানিফ বলেন, ‘উপকূলীয় অঞ্চলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বোচ্চ সতর্কতা পেলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারের পাশাপাশি সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে কাজ করবে।’ ফণীর হাত থেকে বাঁচতে সারাদেশে আগামীকাল শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম মাস্টার, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, চকোরিয়ার এমপি জাফর আলম, চন্দনাইশের এমপি নজরুল ইসলাম, এমপি ওয়াসিকা আয়েশা খানম, সাতকানিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা প্রমুখ।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ