X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৯, ১৫:৪১আপডেট : ০২ জুন ২০১৯, ১৮:৩৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঈদের আগে বা পরে কখনও আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। শাস্তিপ্রাপ্ত অপরাধীর বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবেন, সরকারের কিছুই করার নেই।

রবিবার (২ জুন) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার উপ-কমিটির সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ঈদের পর বিএনপির আন্দোলন ও খালেদা জিয়ার মুক্তির দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি গত ১০ বছর ধরে ঈদের আগে-পরে, গরমের পরে, শীতের আগে—এমন বিভিন্ন সময়ে আন্দোলনের কথা বলে আসছে। আসলে কখন তাদের আন্দোলন হবে, তা কেউ বলতে পারেন না। এসব বলে বিএনপি নিজেদের আর হাসির পাত্র না করাই ভালো। আর এটা স্পষ্ট যে, শাস্তিপ্রাপ্ত কোনও অপরাধীকে মুক্তি দেওয়ার বিষয়ে সরকারের কিছুই করার নেই, আদালতই সিদ্ধান্ত দেবেন। তাই খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের মাধ্যমে সম্ভব না।’

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘বোধোদয় হয়েছে বলেই এ কে খন্দকার তার লেখা গ্রন্থে ভুলের জন্য জাতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার কাছে ক্ষমা চেয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই। ভুলের জন্য এ কে খন্দকার যাদের দায়ী করেছেন, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তার অভিযোগ গুরুতর। তিনি আদালতে উত্থাপনের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।’

প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকলেও নিয়মিত দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে জাপান ও ওআইসি সম্মেলনে যোগ দিতে দেশের বাইরে থাকলেও নিয়মিত মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দেশের সব খবরাদি রাখছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।’

পণ্যের যথেষ্ট মজুত ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবার রমজানে পণ্যমূল্য বৃদ্ধি না পাওয়া, খাদ্যে ভেজালরোধ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের সক্ষমতা প্রশংসাযোগ্য বলে উল্লেখ করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘গত ১০ বছরে যোগাযোগ ক্ষেত্রে বিপুল উন্নয়ন করেছে সরকার। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করায় এবার ঈদে মানুষ স্বস্তিতে বাড়িতে যাওয়া আসা করতে পারছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী।

 

 

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রদল নেতাকর্মীর
আইভীকে গ্রেফতার করে নেওয়ার পথে গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ ২৫২ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিও ট্রেজারারকে অব্যাহতি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিও ট্রেজারারকে অব্যাহতি
৬০০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ নিশ্চিত করলেন ট্রাম্প
৬০০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ নিশ্চিত করলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার