X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আ. লীগের সংরক্ষিত আসনের শূন্য পদে মনোনয়ন পেলেন সালমা চৌধুরী

মাহবুব হাসান
২১ জুলাই ২০১৯, ২১:২১আপডেট : ২১ জুলাই ২০১৯, ২২:০৭



সালমা চৌধুরী রুমা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের শূন্য পদে মনোনয়ন পেয়েছেন সালমা চৌধুরী রুমা। রাজবাড়ীর প্রয়াত সংসদ সদস্য ওয়াজেদ চৌধুরীর মেয়ে রুমাকে ইতোমধ্যে দলের পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।



আওয়ামী লীগের নির্বাচনসংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত একজন কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত শুক্রবার (১৯ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাওয়ার আগে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেছেন। সেদিনই সালমা চৌধুরীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগম গত ১০ জুলাই মারা যান। এতে তার আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৫ জুলাই) এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৮ আগস্ট এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার সালমা চৌধুরীর পক্ষে নির্বাচন কমিশনে দলীয় মনোনয়ন দাখিল করা হবে। সালমা চৌধুরীর বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলকে সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। রাজবাড়ী থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মেয়ে সালমা চৌধুরী মহিলা আওয়ামী লীগের নেত্রী। পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে জড়িত তিনি।
সালমা চৌধুরী বাংলা ট্রিবিউনকে মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফরম পূরণসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। ২৫ জুলাইয়ের মধ্যেই মনোনয়ন ফরম জমা দেবেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সাধারণত আর কেউ প্রার্থী না থাকলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই মনোনিত প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
একাদশ সংসদে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আওয়ামী লীগ জোট সংরক্ষিত মহিলা আসন পায় ৪৯টি। এর মধ্যে দল হিসেবে আওয়ামী লীগ এককভাবে পায় ৪৩ আসন।


/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে