X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আ. লীগের সংরক্ষিত আসনের শূন্য পদে মনোনয়ন পেলেন সালমা চৌধুরী

মাহবুব হাসান
২১ জুলাই ২০১৯, ২১:২১আপডেট : ২১ জুলাই ২০১৯, ২২:০৭



সালমা চৌধুরী রুমা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের শূন্য পদে মনোনয়ন পেয়েছেন সালমা চৌধুরী রুমা। রাজবাড়ীর প্রয়াত সংসদ সদস্য ওয়াজেদ চৌধুরীর মেয়ে রুমাকে ইতোমধ্যে দলের পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।



আওয়ামী লীগের নির্বাচনসংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত একজন কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত শুক্রবার (১৯ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাওয়ার আগে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেছেন। সেদিনই সালমা চৌধুরীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগম গত ১০ জুলাই মারা যান। এতে তার আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৫ জুলাই) এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৮ আগস্ট এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার সালমা চৌধুরীর পক্ষে নির্বাচন কমিশনে দলীয় মনোনয়ন দাখিল করা হবে। সালমা চৌধুরীর বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলকে সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। রাজবাড়ী থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মেয়ে সালমা চৌধুরী মহিলা আওয়ামী লীগের নেত্রী। পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে জড়িত তিনি।
সালমা চৌধুরী বাংলা ট্রিবিউনকে মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফরম পূরণসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। ২৫ জুলাইয়ের মধ্যেই মনোনয়ন ফরম জমা দেবেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সাধারণত আর কেউ প্রার্থী না থাকলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই মনোনিত প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
একাদশ সংসদে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আওয়ামী লীগ জোট সংরক্ষিত মহিলা আসন পায় ৪৯টি। এর মধ্যে দল হিসেবে আওয়ামী লীগ এককভাবে পায় ৪৩ আসন।


/এইচআই/
সম্পর্কিত
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে
সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা: দ্য ইকোনমিস্ট
সর্বশেষ খবর
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’