X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সরকার পরিকল্পিতভাবে দেশকে রাজনীতি শূন্য করছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৯, ১৩:৩১আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৩:৫৫

গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুল করিম শনিবার সকালে বিএনপিতে যোগদান করেন

সরকার সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে রাজনীতি শূন্য করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির সামনে অনেক বড় ও কঠিন কাজ রয়েছে। মনে রাখতে হবে, সংগঠনের বিকল্প কিছু নেই। সংগঠন থাকলে আন্দোলন ও নির্বাচনে সফল হতে পারবেন। দলের নেতাকর্মী হিসেবে আপনাদের বিষয়টা মনে রাখতে হবে।’

শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুল করিমসহ তার অনুসারীদের বিএনপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে রাজনীতি শূন্য করে দিচ্ছে। বিরাজনীতিকরণ করছে, যাতে দেশের মানুষ রাজনীতি করতে না পারে। রাজনৈতিক দলগুলো যেন রাজনীতি করতে না পারে। তার জন্য সংবিধানে একে একে পরিবর্তন নিয়ে আসছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে—এ দেশে একদল থাকবে, আর কোনও দল থাকবে না। এটা তাদের সেই পুরনো দিনের ইচ্ছা। আগে বাকশাল করেছিল, বর্তমান আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা চায়।’

তিনি বলেন, ‘এসময়ে বিএনপিতে তার (আব্দুল করিম) যোগাদান আমাদের অনুপ্রাণিত করছে যে, আমরা সঠিক পথে আছি। বিএনপির রাজনীতি সঠিক পথে আছে। করিম সাহেবের বক্তব্যে সেটা উঠে এসেছে।’ গাজীপুর বিএনপির কমিটিতে তাকে দায়িত্বশীল পদ দিতেও আহ্বান জানান মির্জা ফখরুল

সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, অভিযোগ করে তিনি আরও বলেন, ‘৭২ সালেও রক্ষীবাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছিল। আজকেও চারদিকে দুঃশাসন। দেশে কোনও আইনশৃঙ্খলা নেই। মানুষকে হত্যা করা হচ্ছে, নারী-শিশুদের ধর্ষণ করা হচ্ছে। বিনাবিচারে হত্যা করা হচ্ছে।’

আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে আগেই। সর্বশেষ কোরবানির চামড়া, যে চামড়া বিক্রি করে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো তাদের ভরণপোষণের অর্থ সঞ্চয় করে। আজকে সেই চামড়া শিল্পকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মতো দুর্নীতিবাজ ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে। আর চামড়া নিয়ে সরকারের কোনও নীতি না থাকার কারণে চামড়া শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আরও একটা চক্রান্ত। চামড়া শিল্পের উন্নতি হয়েছিল, বিদেশে চামড়াজাত যে দ্রব্য আমরা রফতানি করি, তার চাহিদাও বেড়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য এবার সেটাও ধ্বংস হচ্ছে।’

খালেদা জিয়া কারাগারে থেকেও গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবার আগে তার মুক্তি চাই। কারণ, তিনি গণতন্ত্রের প্রতীক।’

বিএনপির মহাসচিব বলেন, ‘অবিলম্বে অনৈতিক, অগণতান্ত্রিক এই সরকার, যারা নির্বাচন না করে ক্ষমতা দখল করে নিয়েছে তাদের পদত্যাগসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। বর্তমান নির্বাচন কমিশনকেও বাতিল করে দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য কমিশন গঠন করতে হবে।’

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
যেসব সংস্কারে একমত বিএনপি, জানালেন মির্জা ফখরুল
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
সর্বশেষ খবর
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল