X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

খালেদা জিয়াকে সরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিতে ও রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যেই তার জামিন দীর্ঘায়িত করছে বলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অভিযোগ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে দলের অবস্থান তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘‘আপনারা জানেন যে, শুক্রবার তার পরিবারের সদস্যরা দেখা করতে গিয়েছিলেন হাসপাতালে। সেখান থেকে বেরিয়ে তার বোন বলেছেন, ‘তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ, আগের চেয়ে অনেক বেশি অসুস্থ। উনি শুকিয়ে গেছেন এবং তিনি এখন নিজে খেতেও পারছেন না, তাকে খাইয়ে দিতে হচ্ছে।’’

আরও খবর: খালেদা জিয়া উঠে দাঁড়াতে পারছেন না: সেলিমা ইসলাম

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, এই ১৭ মাসে তার (খালেদা জিয়া) সবচেয়ে খারাপ সময় (শারীরিক দিক থেকে) যাচ্ছে। আমরা বারবার বলেছি যে, চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া হোক, তিনি যেখানে ভালো চিকিৎসা করাতে চাইবেন, সেখানেই করাবেন। সরকার কোনও কথাই শুনছে না।’

মির্জা ফখরুলের অভিযোগ, ‘আমরা উচ্চ আদালতে গিয়েছিলাম, আদালত সেটাকে পূর্ণাঙ্গ কোর্টে পাঠিয়ে দিয়েছে। আমরা মনে করি যে, এগুলো তার যে জামিন, যেটা তার প্রাপ্য যেটাকে বিলম্বিত করা হচ্ছে। জেনে শুনে সরকার এটা করছে। উদ্দেশ্যটা হচ্ছে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখা এবং একইসঙ্গে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আমরা অবিলম্বে তার মুক্তি চাই, আইনগতভাবে চাই, জামিনের মাধ্যমে চাই।’

মির্জা ফখরুল জানান, উচ্চ আদালতের অবকাশকালীন ছুটির পর খালেদা জিয়ার জামিনের বিষয়ের আইনি প্রক্রিয়া আবার শুরু করা হবে।

 

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: শামসুজ্জামান দুদু
সর্বশেষ খবর
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেলো: তাসকিন
ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেলো: তাসকিন
গিলের সেঞ্চুরিতে বার্মিংহাম টেস্টের প্রথম দিন ভারতের
গিলের সেঞ্চুরিতে বার্মিংহাম টেস্টের প্রথম দিন ভারতের
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল