X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

খালেদা জিয়াকে কারামুক্ত করতে রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ১৯:২৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৯:২৭

আলোচনা সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাস্তায় নামতে হবে। এর কোনও বিকল্প নেই।’ শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায়  রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি।  বিকেল ৩টায় নেতাকর্মীরা সভায় আসলেও ঢাকা দক্ষিণ সিটি করপিারেশনের অনুমতি না থাকায় সভাস্থলে তারা প্রবেশ করতে পারেননি। পরে বিকেল চারটায় অনুমতি পেলে নেতাকর্মীরা নাট্যমঞ্চ মিলনায়তের প্রবেশ করলে সাড়ে ৪টার দিকে সভা শুরু হয়।

কোনও ফ্যাসিস্ট শক্তিকে এককভাবে পরাজিত করা যায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন,  ‘সব দেশপ্রেমিক  শক্তিকে এক জায়গায় আনতে হবে।  আমরা সেই লক্ষ্যেই যাচ্ছি। আমরা মনে করি, সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে একনায়ক  ফ্যাসিস্ট  সরকারকে সরিয়ে  জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’

বিএনপির মহাসচিব বলেন,  ‘ভারত আমাদের পানি নিয়ে যায়, কিন্তু পানি দেয় না।  সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মারে, তার কোনও বিচার হয় না।  আবার সমুদ্রে রাডার বসিয়ে পর্যবেক্ষণ করবে,  সেখানে আমাদের কী অবস্থা হবে, তা জানি না।  যেখানে আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিপন্ন, গণতন্ত্র বিপন্ন,  সেখানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে যেতেই হবে।  আসুন সেই লক্ষ্যেই ঐক্যবদ্ধ হয়ে সামনে দিকে এগিয়ে যাই। বিজয় হবেই।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যারা বিনা ভোটে নির্বাচতি হয়ে সরকারের আছেন তারা বলেন,  ৭ নভেম্বর  মানেন না।  মানবেন কেন? স্বার্বভৌমত্ব ও স্বাধীনতা বিশ্বাস করেন না বলেই মানেন না।  যারা দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বে বিশ্বাস করেন, একটা স্বাধীর রাষ্ট্র হিসেবে দেখতে চান,  তারা অবশ্য ৭ নভেম্বরকে মান্য করবেন। কারণ  ওইদিন আমরা নতুন করে  ষড়যন্ত্রকে রুখে দিয়ে ছিলাম।’  

সংবাদপত্রের স্বাধীনতা নেই অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন,  ‘কেউ কথা বলতে সাহস করেন না। টেলিভিশনে কেই কথা বলতে পারেন না।  যারা কথা বলতেন, তাদের এখন টেলিভিশনে ডাকা হয় না।  এত ফ্যাসিস্ট একটা সরকার  জনগণের ঘাড়ে এচেপে বসেছে। এ থেকে মুক্তি পেতে হবেই।  এর কোনও বিকল্প নেই।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, স্থায়ী কমিটির সদস্য ব্যাস্টিটার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

 

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ফুটবল খেলার সময় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
ফুটবল খেলার সময় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড