X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মিছিল-স্লোগানে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সমাগম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১১:৫০আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১১:৫৬

মিছিল নিয়ে সম্মেলনস্থলে যাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দিতে মিছিল ও স্লোগান নিয়ে সম্মেলনস্থলে সমবেত হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। ব্যান্ড পার্টির বাদ্যের সঙ্গে স্লোগান দিতে দিতে জমায়েত হন তারা। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টা পাঁচ মিনিটে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসতে থাকেন। ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ‘শেখ হাসিনার সালাম নিন’ এ রকম নানা স্লোগানে মিছিলসহ সোহরাওয়ার্দী উদ্যানে যেতে দেখা যায় তাদের। টিএসসির তিন দিক দিয়ে মিছিল নিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যান। নেতাকর্মীদের গায়ে বিভিন্ন স্লোগান সংবলিত টি-শার্ট ও ক্যাপ দেখা যায়।
সম্মেলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের সাবেক নেতাসহ কেন্দ্রীয় নেতারা। মঞ্চে রয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ বলেন, স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন এটি। সম্মেলনে ১ হাজার ৯৭৫ জন কাউন্সিলর, প্রায় ১৮ হাজার ডেলিগেট ও প্রায় ১৫ হাজার অতিথি রয়েছেন। সম্মেলন সফল করতে ১৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মিছিল বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে ঘোষণা করা হবে সংগঠনের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। একই সঙ্গে ঘোষণা করা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম।
স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এজন্য তাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। আগামীর নেতৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা। তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করবেন। এছাড়া দলীয় প্রধান শেখ হাসিনা রয়েছেন। সবদিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন।

 

/এসও/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ