X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

যোগদানের একদিন পরই জাপার মেয়র প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৭:০২

কামরুল ইসলাম গতকাল মঙ্গলবার ফুল দিয়ে দলে যোগ দেওয়ার একদিন পরই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম। বুধবার (২৫ ডিসেম্বর) দলের বনানী অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থীই দিচ্ছে। তবে ইতোপূর্বে বেশ কয়েকটি নির্বাচন আমরা সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়েই করেছি। সরকারের পক্ষ থেকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব এলে আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সাবেক সেনা কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাতীয় পার্টিতে যোগ দেন।

আজ বুধবার মনোনয়ন বিতরণকালে জিএম কাদের বলেন, ‘আমরা আশা করছি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দেশের মানুষ অনেক ক্ষেত্রেই এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছেন। দেশের মানুষ জাতীয় পার্টির সুশাসনের কথা মনে করছেন। মানুষের ধারণা, জাতীয় পার্টি নির্ঝঞ্ঝাট এবং জনকল্যাণমূলক একটি দল। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকাসক্তির বিষয়ে জাতীয় পার্টি অনেক ক্ষেত্রেই পরিচ্ছন্ন। তাই জাতীয় পার্টির দিকে সাধারণ মানুষের একটি আগ্রহ আছে। আশা করছি এবারের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা আগের চেয়ে অনেক ভালো ফলাফল করবে।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ‘প্রতিটি কাউন্সিলর পদেও যেন জাতীয় পার্টির একাধিক প্রার্থী না থাকে। কারণ, একাধিক প্রার্থী হলে ঘরের শত্রু বিভীষণ অবস্থা হতে পারে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। যোগ্য প্রার্থী নির্বাচিত না হলে ঢাকা সিটি করপোরেশন অচল হয়ে পড়বে।’

আজ প্রায় অর্ধশত কাউন্সিলর প্রার্থী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম।

দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, এদিন সকাল ১১টায় কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মেয়র ও কাউন্সিলর পদের মনোনয়নপত্র গ্রহণ করবেন। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার প্রেসিডিয়ামের জরুরি সভা

জাপার যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের জরুরি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জিএম কাদের। প্রেসিডিয়ামের সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ উপস্থিত থাকতে পারেন।

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ