X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিএনপি আ.লীগের ওপর হামলা করেছে একথা কে বিশ্বাস করবে: খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ১৭:৩৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২০:৫৪

বক্তব্য দিচ্ছেন আমির খসরু মাহমুদ আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে এমন অভিযোগ অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। তিনি বলেছেন, ‘দখলদারিত্ব রাজনীতির মধ্যে বিএনপি কর্মীরা আওয়ামী লীগের ওপর হামলা করেছে এ কথা এখন কে বিশ্বাস করবে।’ সোমবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় আমির খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষ কি এতই বোকা যে আওয়ামী লীগের ওপর বিএনপি হামলা করেছে এ কথা বিশ্বাস করবে। দেশে যে রাজনীতি, পরিবেশ, অবস্থা চলছে, যে দখলদারিত্ব, খবরদারির রাজনীতি চলছে, এরমধ্যে বিএনপির কেউ আওয়ামী লীগকে আক্রমণ করেছে এ কথা দেশের কোনও একটা মানুষ বিশ্বাস করবে? বিশ্বাস করার কোনও কারণ আছে। আপনাকে মারবে আবার আপনার বিরুদ্ধে মামলাও দেবে। এটাই এখন বাংলাদেশের নতুন নিয়ম। আগে পিটাবে, তারপর মামলা দেবে।’

নির্বাচন কমিশনে অভিযোগের বিষয়ে আমির খসরু বলেন, ‘এমন কোনও আচরণ নেই যেটা সরকার পক্ষের প্রার্থীরা লঙ্ঘন করেনি। আওয়ামী লীগের প্রার্থীরা ফুটপাত দখল করে অফিস বানাচ্ছে। ঢাকা শহরে শত শত নির্বাচনি অফিস করেছেন। আমার বাসার আশপাশে কমপক্ষে পাঁচটি আছে। যত্রতত্র উচ্চস্বরে মাইক ব্যবহার করছেন, নির্বাচনি পোস্টারের সাইজ বড় করে ছাপিয়ে তা ব্যবহার করছেন। লেভেল প্লেয়িং ফিল্ড কোথায় তাহলে? কিছুই মানছে না তারা। এই যে না মানার প্রবৃত্তি, এটা থেকে যে নির্বাচনের দিন তারা বেরিয়ে আসবে, তা মনে করার তো কোনও কারণ নেই।’

পর্যবেক্ষক সংস্থা সব আওয়ামী লীগের দলীয়– এমন দাবি করে আমির খসরু বলেন, ‘জাতীয় নির্বাচনে কানাডিয়ান এক পর্যবেক্ষককে ধরে আনা হলো। সে এখানে এক কথা বললেও বিদেশে গিয়ে আরেক কথা বললো। সেই পর্যবেক্ষক সংস্থার যিনি স্বত্বাধিকারী, তিনি একটি সংগঠনের সভাপতি ও আরেকটি সংঠনের প্রধান নির্বাহী। দুটি সংস্থাই কিন্তু তালিকায় আছে। দুটিরই পৃষ্ঠপোষক আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলের লোক। আর বাকি যারা আছে তালিকায় তাদের ২২টির মধ্যে ১৮টি সংস্থার কোনও ওয়েবসাইট নেই। তাদের অধিকাংশকে খুঁজে পাওয়া যাবে না। তাদের কোনও জনবল নেই এবং সেখানে বেশিরভাগই দলীয়। তারা সকাল থেকে বিকাল পর্যন্ত বলবে, খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তাদের তো এর বাইরে কিছু বলার সুযোগ নেই।’

এছাড়া ইভিএম এবং বিএনপি প্রার্থীর নিরাপত্তা নিয়েও কথা হয়েছে বলে জানান আমির খসরু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিইসি বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাতের অফিস ভেঙে দেওয়া হবে, পোস্টার নামিয়ে দেওয়া হবে। আর আইনবহির্ভূত মাইকিং তারা বন্ধ করবেন বলে জানিয়েছেন।’

/এসও/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ